1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

“অনলাইন বই বাজার” এ ইচ্ছাশক্তি প্রকাশনী’র সকল বই পাওয়া যাবে

  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৫২ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

বাংলা ভাষা ও সাহিত্যের অঙ্গনে ইচ্ছাশক্তি প্রকাশনী একটি প্রতিশ্রুতিবদ্ধ নাম, যা নবীন ও প্রবীণ লেখকদের সৃজনশীলতাকে সাদরে গ্রহণ করে তা পাঠকের সামনে তুলে ধরতে বদ্ধপরিকর। সাহিত্যকে আমরা কেবল বিনোদনের মাধ্যম হিসেবে দেখি না; বরং এটি একটি সাংস্কৃতিক আন্দোলন, একটি মানসিক জাগরণ, যা একটি সমাজের বোধ, চেতনা ও মূল্যবোধকে প্রতিফলিত করে। এ বিশ্বাস থেকেই ইচ্ছাশক্তি প্রকাশনী’র যাত্রা শুরু এবং সেই পথচলা এখনও চলমান—অনেক স্বপ্ন, সম্ভাবনা ও সাহসিকতার হাত ধরে।

 

আমরা বিশ্বাস করি, একটি ভালো বই মানুষকে ভাবতে শেখায়, প্রশ্ন করতে শেখায়, কখনো তা আশার আলো দেখায় আবার কখনো সত্যের মুখোমুখি দাঁড় করায়। ইচ্ছাশক্তি প্রকাশনী শুরু থেকেই এমন বই প্রকাশে মনোনিবেশ করেছে, যা পাঠকের মননে দাগ কাটে, হৃদয়ে নাড়া দেয়, এবং পাঠ শেষের পরেও ভাবিয়ে তোলে। সাহিত্যের নানা শাখা—কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ কিংবা শিশুতোষ রচনা—প্রতিটি ক্ষেত্রেই আমরা গুণগত মান বজায় রেখে সৃজনশীলতার অনুপম দৃষ্টান্ত উপহার দেওয়ার চেষ্টা করছি।

বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে বইপ্রেমীদের পাঠাভ্যাসে এসেছে পরিবর্তন। মানুষ এখন ঘরে বসেই বই পড়তে চান, সংগ্রহ করতে চান। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ইচ্ছাশক্তি প্রকাশনী’র সকল বই এখন পাওয়া যাচ্ছে জনপ্রিয় ফেসবুক পেজ “অনলাইন বই বাজার”-এ, যা আমাদের পাঠকদের কাছে পৌঁছানোর পথকে করেছে আরও সহজ ও সাশ্রয়ী। এখন আর মেলার অপেক্ষায় থাকতে হয় না, দোকানে খুঁজে বেড়াতে হয় না—মাত্র একটি মেসেজেই প্রিয় বইটি চলে আসবে আপনার হাতের নাগালে।

 

এই উদ্যোগের মাধ্যমে আমরা এক নতুন দ্বার উন্মোচন করেছি, যেখানে প্রযুক্তি আর সাহিত্য একত্রিত হয়ে তৈরি করছে পাঠক ও লেখকের মাঝে এক দৃঢ় সেতুবন্ধন। আমরা কৃতজ্ঞ সেই সব পাঠকের প্রতি, যারা প্রতিনিয়ত আমাদের প্রকাশিত বইগুলোর প্রতি আগ্রহ দেখিয়ে যাচ্ছেন। আপনারা আছেন বলেই আমাদের এই প্রকাশনা-ভবনের প্রতিটি ইট আরও দৃঢ়, আরও সাহসী হয়ে উঠেছে।

ইচ্ছাশক্তি প্রকাশনী’র লক্ষ্য কেবল বই ছাপা নয়, বরং এক শক্তিশালী পাঠকসমাজ গড়ে তোলা, যারা চিন্তা করে, আলোচনা করে, এবং নতুন ধারণাকে স্বাগত জানায়। আমরা চাই সাহিত্যের আলো পৌঁছে যাক সমাজের প্রতিটি স্তরে—শহর থেকে গ্রাম, শিক্ষাঙ্গন থেকে কর্মক্ষেত্র, তরুণের হৃদয় থেকে প্রবীণের মস্তিষ্ক পর্যন্ত।

এই দীর্ঘ পথে আপনারাই আমাদের প্রেরণা, আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি। “অনলাইন বই বাজার” এর সহযোগিতায় আমরা এই ভালোবাসাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাই।

পাঠের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে—এই প্রত্যাশায়;

ইচ্ছাশক্তি প্রকাশনী” ও অনলাইন বই বাজার

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park