1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

বাংলাদেশে যে ৩ টি চায়না ফ্রেন্ডশিপ হসপিটাল হতে যাচ্ছে তার একটি বরিশাল বিভাগে চাই।

  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৫৭ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

আজিজুল হাকিম সামি 

 

মানসম্মত শিক্ষা ও চিকিৎসা উভয় দিক থেকে বঞ্চিত ঐতিহ্যবাহী বরিশাল বিভাগ। এ বিভাগের মানুষ গুলো অন্যান্য অঞ্চলের চেয়ে কিছুটা চৌকস ও বুদ্ধিমান হলেও অধিকার বঞ্চিত ও সঠিক পরিচর্যা না পাওয়ার কারণে তারা উন্নত জীবন ব্যাবস্থার ছোয়া থেকে বঞ্চিত। দেশের বড় বড় পাবলিক ইউনিভার্সিটি গুলো ঢাকা, রাজশাহী, চট্টগ্রামে আর বরিশালে সবেমাত্র সেদিন হলো পাবলিক বিশ্ববিদ্যালয়। এরপরও শিক্ষার হারে বরিশাল এগিয়ে থাকে। যদি মানসম্মত শিক্ষার সুযোগ এই অঞ্চলের শিক্ষার্থীরা পেতো তাহলে কি করতো একবার ভাবুন!

 

এই অঞ্চলের মানুষ প্রতি বছর তিব্র ঝর-বর্ণা ও নদি ভাঙ্গনের কবলে পরে অনেক ক্ষয় ক্ষতির শিকার হয়। তারপরও কোন আমলের সরকারই তেমন  কোন কার্যকরী পদক্ষেপ নেয়না। এই অঞ্চল নদীবিধৌত হওয়া সত্ত্বেও এখানে কোন শিল্পকারখানাও করা হয় নাই।

 

সরকার আসে সরকার যায় কেউ খেয়াল নেয়না এই ঐতহ্যবাহী বরিশালের প্রতি। বরিশাল একটা বিভাগীয় শহর হলেও সেই অনুযায়ী ততটা উন্নত না মফস্বলের মতো, এর চেয়ে অনেক জেলা শহরও উন্নত থাকে।

 

একই রকমভাবে চিকিৎসা ব্যাবস্থায় কি পরিমাণ ভোগান্তির শিকার তাতো বরিশাল বাসি হারে হারে টের পায় যখন শেরেবাংলা মেডিকেলে যায়। যেখানে নাই কোন উন্নত চিকিৎসা ব্যাবস্থা আছে শুধু ভোগান্তি আর ঢাকায় রেফার। ঢাকায় নিতে নিতে রুগীর অবস্থা হয় যায় আরো করুণ। এভাবেই চলে আমাদের এই ঐতিহ্যবাহী বরিশাল অঞ্চলের ভঙ্গুর চিকিৎসা সেবা।

 

তাই যে ৩টি চায়না ফ্রেন্ডশিপ  হসপিটাল হতে যাচ্ছে বাংলাদেশে তার একটি হসপিটাল বরিশাল বিভাগে হোক, এটাই বরিশাল বিভাগের জনমানুষের প্রত্যাশা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park