1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

প্রতিবেদনের শিরোনামঃ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ATI) সিলেটে আন্দোলন।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৫৪১ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

প্রতিবেদকঃ আব্দুল মুহিত 

ইচ্চাশক্তি আইডি নংঃ 0020220424

 

সিলেট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) খাদিম নগর সিলেটের  শিক্ষার্থীরা ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগসহ আটটি দাবিতে দেশের সকল কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট (এটিআই) এর সাথে এক্যমত পোষণ করে অনিদৃষ্ট কালের জন্য  সকল ধরনের ক্লাস এবং পরিক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল সহ  মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

 

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগসহ আটটি দাবিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়।

 

গত (০৭ এপ্রিল ) সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাস থেকে শুরু হওয়া মিছিলে শতাধিক শিক্ষার্থী ‘আট দফা আট দাবি, মানতে হবে মেনে নাও’, ‘কৃষি ডিপ্লোমা বঞ্চিত কেনো? বাংলাদেশ জবাব চাই’ প্রভৃতি স্লোগান দিয়ে ক্যাম্পাসে প্রশাসনিক  ভবনের সামনে সমবেত হয়ে সিলেটের তামাবিল রোড সহ বিভিন্ন স্থানে শান্তিপুর্ণ ভাবে অবরুধ পালন করে ডিপ্লোমা কৃষিবিদ দের প্রতি বৈষম্যের বিষয়টি তুলে ধরেন।

 

শিক্ষার্থীদের উত্থাপিত আট দফা দাবিগুলো হল— ১. পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা কৃষিবিদদের ভর্তির সুযোগ সৃষ্টি, ২. উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ. ৩. শিক্ষক সংকট দূর করে কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়ন, ৪. কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে নেয়া, ৫. কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক পদে ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার, ৬. বেসরকারি খাতে ন্যূনতম দশম গ্রেডের বেতন নিশ্চিতকরণ,৭. কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য মাঠ সংযুক্তি ভাতা চালু করা ও ৮. উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের জন্য বাধ্যতামূলক ফাউন্ডেশন ট্রেনিং।

তাদের এই দাবীগুলো না মানা পর্যন্ত এ সিদ্ধান্তে অটল থাকবে বলে জানায় তারা।

সিলেটের আন্দোলনে নেতৃত্ব দেন ৭ম সেমিস্টারের শিক্ষার্থী -সালমান,  মিজান,রাকিব,এমদাদ মুন্সি  সহ আরও অনেকে

 

সিলেট এটিআই এর আন্দোলন রত  শিক্ষার্থীদের মধ্যে থেকে ৩য় সেমিস্টারের ছাত্রী *ফাহমিদা আক্তার মুন্নি* সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি অব্দি  দাবিগুলো পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেন।

 

৭ম সেমিষ্টারের শিক্ষার্থী* রাশিদা আক্তার*  বলেন, ‘আমাদের দাবিগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে। আমরা আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।কৃষি প্রধান দেশে কৃষকদের সাথে সর্বদা নিযোক্ত থাকে আমাদের ডিপ্লোমা দারি কৃষিবিদরাই। তাহলে কেনো আমাদের এই বৈষম্যের শিকার হতে হবে।আমাদের দাবি গুলো মেনে নিয়ে আমাদের উৎসাহ প্রদান করে দেশের অর্থনৈতিক উন্নতি করার লক্ষ্যে কাজ করার সুযোগ দেওয়া হউক।

 

অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে আশরাফুল, নওয়াজ,শরিফ,নাবিল,হাবিবা,পারভিন  প্রমুখ সহ অনেকে বক্তব্য রাখেন।

তাদের এই দাবী গুলো কর্তৃপক্ষ না মানলে

শিক্ষার্থীরা আগামী সপ্তাহে তাদের আন্দোলন জোরদার করার ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে, যদি তাদের দাবি পূরণ না হয়, তবে দেশের সকল কৃষি  ডিপ্লোমা ইনস্টিটিউট একত্রিত হয়ে  কেন্দ্রীয় পর্যায়ে লংমার্চের   ডাক দিব বলে জানান ডিপ্লোমাধারি সাবেক শিক্ষার্থীরাও।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park