বগুড়া জেলা প্রতিনিধি: মোস্তফা আল মাসুদ
র্যাবের পোশাক পরিহিত ব্যক্তিরা শহরের জহুরুলনগর ৫তলা ম্যাচ থেকে র্যাব পরিচয় দিয়ে ভিক্টিম মোঃ ফেরদৌস সরকার (২৫) কে, তুলে নিয়ে যাওয়া হয়।
পরিবারের কাছ থেকে ৭ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। গাইবান্ধা গোবিন্দগঞ্জের নাকাই গ্রামের পিতা মৃত হাবিল সরকারের পুত্র ফেরদৌসকে উদ্ধার করে নিয়ে এসেছেন, বগুড়া সদর থানা পুলিশ। উদ্ধারকৃত ভিকটিম বর্তমানে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
গ্রেফতারকৃত আসামী সম্পর্কে মা ও মেয়ে মোছাঃ সাদিয়া আক্তার (২২), পিতা মোঃ সাঈদ হাওলাদার, মোছাঃ রুমা বেগম (৪০), পিতা মৃত আব্দুল লতি, স্বামী মোঃ সাঈদ হাওলাদার, উভয় স্থায়ী সাং দেহেরগতি দক্ষিন পাড়া, থানা-বাবুগঞ্জ, জেলা-বরিশাল, বর্তমান সাং মিজমিজি পাগলাবাড়ী (জনৈক হাজী শফিকুল এর ভাড়াটিয়া), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ।