1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

বগুড়ায় ১৪ কেজি গাঁজা ও বেগুনসহ আবুল কালাম গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

প্রতিনিধি বগুড়া জেলা :মোস্তফা আল মাসুদ

 

বগুড়া সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়ক বছির উদ্দিন মার্কেট, হাইওয়ে, শহরের তিনমাথা রেলগেট কুটুম বাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে রাস্তার উপর পূর্ব পাশে রংপুর হতে বগুড়াগামী JMC নামীয় ঢাকা মেট্রো-ন-১৯-৩৬৬১ নং পিকআপ গাড়ী তল্লাশী করে আলামত প্রাপ্ত।

 

গত রবিবার দিবাগত রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ‘ক’ সার্কেল, জেলা কার্যালয়, উল্লেখিত স্থান, অভিযান পরিচালনা করে রংপুর হতে বগুড়াগামী JMC ঢাকা মেট্রো-ন-১৯-৩৬৬১ নং পিকআপ গাড়িটি গতিরোধ করে থামাই এবং চালকের আসনে বসা আসামী মোঃ আবুল কালাম (৫০) কে আটক করা হয়। ঘটনাস্থলে তল্লাশী করে গাড়িটির বডির নিচে বিশেষ কায়দায় তৈরীকৃত চেম্বারের ভিতর পলিথিনে মোড়ানো অবস্থায় ছোট বড় ২টি পোটলায় ১৪ কেজি গাঁজা ও গাড়িতে ২টি চালান মোতাবেক গাড়ীর বডিতে ১১১টি প্লাস্টিকের বস্তায় বেগুন, ৫৫৫০ (পাঁচ হাজার পাঁচশত পঞ্চাশ) কেজি বা ১৩৮.৭৫ মন এবং মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত JMC নামীয় ঢাকা মেট্রো-ন-১৯-৩৬৬১ নং পিকআপ গাড়ীটি চাবিসহ উদ্ধার পূর্বক আসামীকে গ্রেফতার করে সূত্রে বর্ণিত মামলা রুজু করি।

 

আটককৃত ব্যক্তি হলেন, মোঃ আবুল কালাম (৫০), পিতা মৃত আব্দুস ছবুর, সাং ছোটখাটামারী,ওয়ার্ড নং-২,ইউপি-৬নং জয়মনিহাট, থানা-ভূরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) এর সারনির ক্রমিক নং-১৯(খ) ও ২৬(১) ধারায় নিয়মিত মামলা রুজুর জন্য বগুড়া সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park