1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

ইচ্ছাশক্তি ইনভাইটেশন প্রতিযোগিতা ২০২৪ -এর ফলাফল প্রকাশ

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১১০৯ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

প্রতিবেদনঃ মোঃ নাছিম প্রাং

 

অনলাইন সাহিত্য মঞ্চে অনুষ্ঠিত ইচ্ছাশক্তি ইনভাইটেশন প্রতিযোগিতা বিপুল উৎসাহ এবং অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয়েছে। এই প্রতিযোগিতা ছিল সাহিত্যপ্রেমীদের সৃজনশীলতা এবং বন্ধুদের আমন্ত্রণের মধ্য দিয়ে একটি নতুন সাহিত্য পরিবার গড়ে তোলার অনন্য প্রচেষ্টা।

প্রতিযোগিতার লক্ষ্যঃ

ইচ্ছাশক্তি ইনভাইটেশন প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল নতুন লেখকদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করা এবং তাদের সাহিত্যচর্চায় উৎসাহ প্রদান করা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজের সাহিত্যগোষ্ঠীকে প্রসারিত করার জন্য নতুন সদস্যদের আমন্ত্রণ জানিয়েছিলেন। যার ফলে এখন ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের সদস্য সংখ্যা ৭০০০+।

প্রাপ্ত ফলাফলঃ

অনলাইন মঞ্চে অংশগ্রহণকারীদের আন্তরিক প্রচেষ্টার ফলস্বরূপ প্রতিযোগিতাটি এক নতুন উচ্চতায় পৌঁছায়। সর্বাধিক সক্রিয় এবং সফল আমন্ত্রণকারী প্রতিযোগীরা বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রতিযোগিতার বিচারকার্য ছিল অত্যন্ত সুষ্ঠু এবং নিরপেক্ষ। ইচ্ছাশক্তি ইনভাইতেশন প্রতিযোগিতায় মোট অংশগ্রহণকারী সদস্য ছিল ২৩ জন। টিম ইচ্ছাশক্তি কমেন্টে ট্রেকারের মাধ্যমে ৬ জনকে বিজয়ী বলে ঘোষণা করছে।

বিজয়ী তালিকাঃ

  1. প্রথম স্থান: এস এম জাহিদুল ইসলাম

বিজয়ী অসাধারণ প্রচেষ্টার মাধ্যমে সর্বাধিক নতুন সদস্য যুক্ত করেছেন এবং তাঁদের সাহিত্যচর্চায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করেছেন।

  1. দ্বিতীয় স্থান: আশরাফুল ইসলাম আল-আজিম

দ্বিতীয় বিজয়ীও নিজেদের আমন্ত্রণের মাধ্যমে সাহিত্য মঞ্চে উজ্জ্বলতা বৃদ্ধি করেছেন।

  1. তৃতীয় স্থান: শরিফ উদ্দিন
  2. চতুর্থ স্থান: মোঃ ওমর ফারুক
  3. পঞ্চম স্থান: আব্দুল হাইয়্যুল
  4. ষষ্ঠ স্থান: রোজিনা খাতুন

পুরস্কার ও স্বীকৃতিঃ

  • প্রথম বিজয়ী: ইচ্ছাশক্তি প্রকাশনী’র ৩টি বই + স্পেশাল গিফট ইচ্ছাশক্তির ও সম্মাননা অনলাইন ক্রেস্ট ডেমো।
  • দ্বিতীয় বিজয়ী: ইচ্ছাশক্তি প্রকাশনী’র ২টি বই ও সম্মাননা অনলাইন ক্রেস্ট ডেমো।
  • তৃতীয় বিজয়ী: ইচ্ছাশক্তি প্রকাশনী’র ২টি বই ও সম্মাননা অনলাইন ক্রেস্ট ডেমো।
  • চতুর্থ বিজয়ী: ইচ্ছাশক্তি প্রকাশনী’র ২টি বই ও সম্মাননা অনলাইন ক্রেস্ট ডেমো।
  • পঞ্চম বিজয়ী: ইচ্ছাশক্তি প্রকাশনী’র ২টি বই ও সম্মাননা অনলাইন ক্রেস্ট ডেমো।
  • ষষ্ঠ বিজয়ী: ইচ্ছাশক্তি প্রকাশনী’র ২টি বই ও সম্মাননা অনলাইন ক্রেস্ট ডেমো।
  • অংশগ্রহণকারী সবাই পেয়েছেন সম্মাননা অনলাইন ক্রেস্ট ডেমো।

ইচ্ছাশক্তি ইনভাইটেশন প্রতিযোগিতা কেবল একটি আয়োজন নয়; এটি একটি পরিবারের বন্ধনকে আরও শক্তিশালী করার প্রয়াস। নতুন সাহিত্যপ্রেমীদের এই মঞ্চে যোগদানের মাধ্যমে একটি সৃজনশীল পরিবেশ গড়ে উঠেছে। বিজয়ীদের অভিনন্দন জানাই এবং ভবিষ্যতে আরও এমন আয়োজনের আশাবাদ ব্যক্ত করছি।

 

শুভেচ্ছান্তে,

ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার

ডুয়েট গেট, জয়দেবপুর, গাজীপুর-১৭০৭

Website: www.ichchashakti.com

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park