1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

নতুন এই সাহিত্য প্রতারক “চিশতি” হতে সাবধান

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৪৯ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

ডেক্স রিপোর্টঃ আসিফ মাহমুদ ( একজন ভুক্তভোগী )

 

বই সম্পদনার নামে প্রতরনা মোঃ নাসির উদ্দীন চিশতী বই সম্পদনার নামে লেখকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিছে। অপূর্ণ ভালোবাসা, ইচ্ছাপূরণ সাহিত্য সাময়িক তৈমাসিক ম্যাগাজিন, চব্বিশের কবিতা এই তিনটি কাব্যে প্রকাশ করার কথা থাকলে তিনি প্রকাশ করেন নি। মোট ৭০ জন লেখকের কাছ থেকে কবিতা এবং টাকা নিছে। দুটি কবিতা এবং একটা বক্স ক্রেস্টের বিনিময়ে ৭০০ টাকা করে, আর এর চেয়ে বেশি কবিতা দিলে প্রতিটা কবিতা ২৫০ টাকা করে হিসাব করে, ৩ টা কাব্যে অসংখ্য কবিতা নিছে।

 

নিদিষ্ট একটা তারিখ দিয়ে সবার কাছ থেকে টাকা নেওয়া হয়ে গেলে তিনি লাপাত্তা হয়ে যান, ফেসবুক, ম্যাসেনজার, কন্টাক্ট নাম্বারে ও তার কোনো খোঁজ মিলে না। তাকে প্রকাশনী এবং লেখক সহ কন্টাক্ট নাম্বারে ফোন করলে ও তিনি ফোন রিসিভ করে না, কখনো কখনো ফোন কেটে দেয় আবার ফোন বন্ধ করে রাখে। দের মাস ধরে এভাবে ধারাবাহিক ভাবে ফোন দিলেও তিনি আমাদের কোনো সাড়া দিচ্ছে না।  তার পরিচয় দেওয়া হলোঃ

 

মোঃ নাসির উদ্দিন চিশতী, পিতাঃ মৃত এ্যাডভোকেট জামাল উদ্দিন, মাতাঃ মোসাঃ নাজমা বেগম। ১৯৮২ সালে ৪ই মে কুমিল্লা জেলা চৌদ্দগ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সালে তিনি কুমিল্লা বি.এম কলেজ থেকে এসএসসি পাশ করেন। তার মোবাইল নাম্বারঃ

01908926815, 01603584284,

019089268152

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park