নিজস্ব ডেক্সঃ
প্রেস বিজ্ঞপ্তি
গত ২৮ সেপ্টেমবর চট্টগ্রামের বহুল প্রচারিত দৈনিক পূর্বকোণ পত্রিকায় “১৪ মাস বেতন পাচ্ছেন না স্কুলপ্রহরী সাইফুল” শিরোনামের প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ সিরাজুল ইসলাম ভুঁইয়া ।
উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য যে গত ১৮/০৯/২৪ বিদ্যালয়ের নৈশ প্রহরী সাইফুল ইসলাম আমার বিরুদ্ধে আপনার বরাবর এবং গত ২৮/০৯/২৪ চট্টগ্রামের বহুর প্রচারিত দৈনিক পূর্ণকোণ পত্রিকায় যে অভিযোগগুলো এনেছেন তা সর্বস্ব মিথ্যা ও ভিত্তিহীন, বায়োনাট এবং উদ্দেশ্যপ্রণোদিত । আমি বিদ্যালয় কমিটির একজন সম্মানিত অভিভাবক সদস্য । উক্ত নৈশ প্রহরী তাহার বিভিন্ন অপকর্মগুলো ধামাচাপা দেওয়ার জন্য এই ছালচতুরী এবং মিথ্যার আশ্রয় নিয়েছেন।
গত ১৩/১১/১৯ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব চুরির সাথে জড়িত । এছাড়া গত ১৩/১১/২১ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে লাঞ্ছিত করার অবরাধে ছাত্রীর পিতা বাদী হয়ে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের কাছে অভিযোগ ধায়ের করেন। এছাড়া ৩০/০৭/২২ দুইজন যুবক-যুবতীকে বিদ্যালয়ের বাথরুমে অনৈতিক কাজে সুযোগ দেওয়ায় বাজারের সিএনজি ড্রাইভারের হাতে ধরা পড়ে এবং দ্রুত পরিচালনা কমিটির কাছে ওই যুবক-যুবতীকে হস্তান্তর করা হয়। তাছাড়া এইসব অপকর্মের কারণে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি গত ১৪/০৫/২৩ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের কাছে সেচ্ছায় নিজের পদত্যাগ পত্র জমা দেন এবং কমিটি সেটা অনুমোদন করেন । যেখানে আমার একান্ত কোন সিদ্ধান্ত ছিলো না।