1. admin@ichchashakti.com : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

তুমি পুরুষ, প্রেমিক নও —– চন্দনা চক্রবর্তী 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১০৬ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

তুমি পুরুষ, প্রেমিক নও

চন্দনা চক্রবর্তী 

 

তুমি পুরুষ হয়েছো—

হাড়ের উপর মাংসের প্রাচীর,

পেশির আঁটসাঁট প্রদর্শনী,

গলার স্বরে শক্তির অহংকার।

তুমি জানো রুটি জোটানো,

ঘামকে মুদ্রায় রূপান্তর করা,

কিন্তু জানো না—

কীভাবে এক ফোঁটা অশ্রুকে

পালকের মতো হালকা করে

কারো চোখ থেকে নামানো যায়।

 

তুমি পুরুষ হয়েছো,

কিন্তু প্রেমিক হতে পারনি।

প্রেমিকের হাতে থাকে ধৈর্যের কোমলতা,

তার চোখে থাকে অচেনা ভাষার সুর,

তার হৃদয়ে থাকে নিঃশব্দ আশ্রয়।

তোমার হাত শুধু ধরে রাখে,

কিন্তু আলতো করে ছুঁতে শেখেনি।

তোমার চোখ দেখে,

কিন্তু বুঝতে শেখেনি।

 

তুমি পুরুষ হয়েছো—

শিরায় রক্ত, শ্বাসে উচ্চারণ,

কিন্তু তোমার বুকে সেই রহস্য নেই

যা প্রেমিককে প্রেমিক করে তোলে।

তুমি শক্তি পেয়েছো,

কিন্তু মমতা পায়নি।

তুমি কর্তৃত্ব শিখেছো,

কিন্তু নিবেদন শেখোনি।

 

তুমি পুরুষ হয়েছো,

কিন্তু প্রেমিক হতে পারনি—

এটাই তোমার সবচেয়ে নিঃশব্দ পরাজয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park