1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

“সেতু সংস্কারে ভোগান্তি ও তীব্র যানজট”

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪৭ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

চিরিরবন্দর প্রতিনিধি :এস.এম জাহাঙ্গীর আলম

 

উত্তরের শস্যভান্ডার খ্যাত, রংপুর বিভাগের দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার প্রাণকেন্দ্র, রানীরবন্দর এলাকার বুক চিরে বয়ে গেছে নদীমাতৃক বাংলাদেশের অন্যতম একটি দীর্ঘতম নদী। নাম ইছামতি। এ নদীর উপর ইছামতি সেতু দিয়ে দিনরাত চলাচল করে লাখ লাখ দূরপাল্লার বাস ট্রাক সহ যাবতীয় যানবাহন।

 

এলাকাবাসীর বরাতে জানা যায়,সেতুটি অনেক পুরোনো।দ্রুত সংস্কার না করলে যে কোনো মুহুর্তে ঘটে যেতে পারে জীবননাসী দূর্ঘটনা।এহেন দাবীর মুখে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেতুটি সংস্কারের উদ্দোগ নেয়।প্রায় মাসখানেক ধরে সেতুটি মেরামত কাজ চলমান রয়েছে। এমতাবস্থায় ফাইনাল ফিনিশিং এর জন্য ৭২ ঘন্টা দশমাইল থেকে সৈয়দপুর রোডের সকল যানবাহনের জন্য সেতুর উপর দিয়ে যাবতীয় যান চলাচল বন্ধ ঘোষণা করে সড়ক ও সেতু মন্ত্রণালয়।

 

বিকল্প হিসেবে পঞ্চগর থেকে ঢাকামুখী যানবাহন গুলিকে বীরগঞ্জ হয়ে খানসামা – দারোয়ানী-টেক্সটাইল-ওয়াপদা-সৈয়দপুর হয়ে গন্তব্যে এবং দিনাজপুর থেকে ছেড়ে আসা যানবাহন গুলিকে চিরিরবন্দর -পার্বতীপুর -সৈয়দপুর হয়ে চলাচল করার জন্য মন্ত্রণালয় থেকে পরামর্শ দেয়া হয়।অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুটি দিয়ে চলাচলকারী সাধারণ জনতা এবং পরিবহন সংশ্লিষ্ট মটর শ্রমিকদের পোহাতে হচ্ছে নিদারুণ কস্ট।পাশাপাশি বাইপাস সড়কগুলি হাইওয়ের মতো প্রশস্ত না হওয়ার বেড়ে গেছে তীব্র যানজট।এবং অতিরিক্ত প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার রাস্তা বেশি যেতে হচ্ছে।এতে যেমন যাত্রিদের সময় নস্ট হচ্ছে সেই সাথে বেড়ে যাচ্ছে পরিবহন ব্যায়।

 

এলাকাবাসীর দাবী, সেতুটি চালু না করা অবধি যানজট নিরসনে সংক্ষিপ্ত সময়ের জন্য ট্রাফিক পুলিশ মোতায়েন করা হোক।এতে সাদারণ মানুষের কিছুটা হলেও ভোগান্তি কমবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park