চিরিরবন্দর প্রতিনিধি :এস.এম জাহাঙ্গীর আলম
উত্তরের শস্যভান্ডার খ্যাত, রংপুর বিভাগের দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার প্রাণকেন্দ্র, রানীরবন্দর এলাকার বুক চিরে বয়ে গেছে নদীমাতৃক বাংলাদেশের অন্যতম একটি দীর্ঘতম নদী। নাম ইছামতি। এ নদীর উপর ইছামতি সেতু দিয়ে দিনরাত চলাচল করে লাখ লাখ দূরপাল্লার বাস ট্রাক সহ যাবতীয় যানবাহন।
এলাকাবাসীর বরাতে জানা যায়,সেতুটি অনেক পুরোনো।দ্রুত সংস্কার না করলে যে কোনো মুহুর্তে ঘটে যেতে পারে জীবননাসী দূর্ঘটনা।এহেন দাবীর মুখে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেতুটি সংস্কারের উদ্দোগ নেয়।প্রায় মাসখানেক ধরে সেতুটি মেরামত কাজ চলমান রয়েছে। এমতাবস্থায় ফাইনাল ফিনিশিং এর জন্য ৭২ ঘন্টা দশমাইল থেকে সৈয়দপুর রোডের সকল যানবাহনের জন্য সেতুর উপর দিয়ে যাবতীয় যান চলাচল বন্ধ ঘোষণা করে সড়ক ও সেতু মন্ত্রণালয়।
বিকল্প হিসেবে পঞ্চগর থেকে ঢাকামুখী যানবাহন গুলিকে বীরগঞ্জ হয়ে খানসামা - দারোয়ানী-টেক্সটাইল-ওয়াপদা-সৈয়দপুর হয়ে গন্তব্যে এবং দিনাজপুর থেকে ছেড়ে আসা যানবাহন গুলিকে চিরিরবন্দর -পার্বতীপুর -সৈয়দপুর হয়ে চলাচল করার জন্য মন্ত্রণালয় থেকে পরামর্শ দেয়া হয়।অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুটি দিয়ে চলাচলকারী সাধারণ জনতা এবং পরিবহন সংশ্লিষ্ট মটর শ্রমিকদের পোহাতে হচ্ছে নিদারুণ কস্ট।পাশাপাশি বাইপাস সড়কগুলি হাইওয়ের মতো প্রশস্ত না হওয়ার বেড়ে গেছে তীব্র যানজট।এবং অতিরিক্ত প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার রাস্তা বেশি যেতে হচ্ছে।এতে যেমন যাত্রিদের সময় নস্ট হচ্ছে সেই সাথে বেড়ে যাচ্ছে পরিবহন ব্যায়।
এলাকাবাসীর দাবী, সেতুটি চালু না করা অবধি যানজট নিরসনে সংক্ষিপ্ত সময়ের জন্য ট্রাফিক পুলিশ মোতায়েন করা হোক।এতে সাদারণ মানুষের কিছুটা হলেও ভোগান্তি কমবে।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com