1. admin@ichchashakti.com : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

ভালবাসার ধ্বনি —- মোহাম্মদ খোকা মিয়া

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৪৮ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

ভালবাসার ধ্বনি

মোহাম্মদ খোকা মিয়া

 

কি যে অবস্থা মানব সম্প্রসারে,

হিংসার আগুন জ্বলছে সংসারে।

কথার ফাঁকে উঠে যায় হাত,

হারায় শ্রদ্ধা, ঘুচে সব প্রভাত।

 

জ্ঞান যে আছে, বুদ্ধিও প্রখর,

তবু কেন হাতে ধরা ধারালো কড়চর?

কেন চোখে ঘৃণা, মনে বিষবাস,

শান্তির ভাষা কেন অচেনা আজ?

 

মানুষ যদি কাটে মানুষের গলা,

তবে পশুপাখি কাকে মানবে বলো বলো?

যদি মানুষই ভুলে যায় মানবতা,

তবে কীভাবে টিকে থাকবে সভ্যতা?

 

শব্দে গড়ো আগামীর স্বপ্ন,

বলো সত্য, করো না রক্তস্নান এতক্ষণ।

অস্ত্র নয়, চাই না অশ্রুবন্যা,

শব্দে হোক বদলের সংলগ্ন ধ্বনি।

 

করো না সঞ্চয় বোমা কিংবা গুলি,

জমানো হোক জ্ঞানে, হৃদয়ে থাকুক জ্যোতি জ্বালি।

ভালোবাসার ভাষা হোক সকলে জানার,

মানবতা হোক প্রতিটি প্রাণের অঙ্গীকার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park