কি যে অবস্থা মানব সম্প্রসারে,
হিংসার আগুন জ্বলছে সংসারে।
কথার ফাঁকে উঠে যায় হাত,
হারায় শ্রদ্ধা, ঘুচে সব প্রভাত।
জ্ঞান যে আছে, বুদ্ধিও প্রখর,
তবু কেন হাতে ধরা ধারালো কড়চর?
কেন চোখে ঘৃণা, মনে বিষবাস,
শান্তির ভাষা কেন অচেনা আজ?
মানুষ যদি কাটে মানুষের গলা,
তবে পশুপাখি কাকে মানবে বলো বলো?
যদি মানুষই ভুলে যায় মানবতা,
তবে কীভাবে টিকে থাকবে সভ্যতা?
শব্দে গড়ো আগামীর স্বপ্ন,
বলো সত্য, করো না রক্তস্নান এতক্ষণ।
অস্ত্র নয়, চাই না অশ্রুবন্যা,
শব্দে হোক বদলের সংলগ্ন ধ্বনি।
করো না সঞ্চয় বোমা কিংবা গুলি,
জমানো হোক জ্ঞানে, হৃদয়ে থাকুক জ্যোতি জ্বালি।
ভালোবাসার ভাষা হোক সকলে জানার,
মানবতা হোক প্রতিটি প্রাণের অঙ্গীকার।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com