1. admin@ichchashakti.com : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন রামুর আরফাত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৭৯ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

এসএম গোলাম মাওলা (রনি) কক্সবাজার প্রতিনিধি :

 

কক্সবাজার জেলার রামুর তরুণ আরফাতকে নিয়ে সম্প্রতি স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল সিসিএন কক্সবাজারে একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে দাবি করা হয়, আরফাত নাকি অস্ত্রধারী এবং কুখ্যাত ডাকাত শাহিনের সহযোগী সদস্য। সংবাদটি প্রকাশের পর বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করে।

 

তবে এ বিষয়ে আজ ২৭ আগস্ট (বুধবার) তীব্র প্রতিবাদ জানিয়েছেন আরফাত। তিনি বলেন—
“আমি একজন সাধারণ মানুষ। আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে সামাজিকভাবে হেয় করার জন্যই একটি চক্র মিথ্যা তথ্য সরবরাহ করেছে। আমি কোনো প্রকার অস্ত্রধারী নই এবং কোনো ডাকাত দলের সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।”

 

আরফাত অভিযোগ করে বলেন, “আমার ব্যক্তিগত শত্রুতার সুযোগ নিয়ে একটি পক্ষ পরিকল্পিতভাবে এসব মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। এতে আমার মানসম্মান ক্ষুণ্ণ হয়েছে এবং পরিবার-পরিজনসহ আমাকে সামাজিকভাবে চরম বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।”

 

তিনি আরও জানান, “আমি সবসময় আইন মান্যকারী একজন সচেতন নাগরিক। আমাকে নিয়ে বিভ্রান্তিকর ও কাল্পনিক সংবাদ পরিবেশন করা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য ও হয়রানিমূলক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে অবিলম্বে সংবাদটি প্রত্যাহারের জন্য অনুরোধ করছি।”

 

এছাড়া তিনি আইনের আশ্রয় নেওয়ার কথাও উল্লেখ করেন। তার ভাষায়—
“ভবিষ্যতে যেন এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ করে আর কোনো নিরীহ মানুষকে হয়রানি করা না হয়, সেজন্য আমি আইনগত ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা করছি।”

 

স্থানীয়রা জানিয়েছেন, আরফাত দীর্ঘদিন ধরে এলাকায় স্বাভাবিক জীবনযাপন করে আসছেন। হঠাৎ করে তার বিরুদ্ধে এ ধরনের সংবাদ প্রকাশিত হওয়ায় তারা বিস্মিত হয়েছেন। তারা মনে করেন, কারো স্বার্থ চরিতার্থ করার জন্যই এমন অপপ্রচার চালানো হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park