এসএম গোলাম মাওলা (রনি) কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার জেলার রামুর তরুণ আরফাতকে নিয়ে সম্প্রতি স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল সিসিএন কক্সবাজারে একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে দাবি করা হয়, আরফাত নাকি অস্ত্রধারী এবং কুখ্যাত ডাকাত শাহিনের সহযোগী সদস্য। সংবাদটি প্রকাশের পর বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করে।
তবে এ বিষয়ে আজ ২৭ আগস্ট (বুধবার) তীব্র প্রতিবাদ জানিয়েছেন আরফাত। তিনি বলেন—
“আমি একজন সাধারণ মানুষ। আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে সামাজিকভাবে হেয় করার জন্যই একটি চক্র মিথ্যা তথ্য সরবরাহ করেছে। আমি কোনো প্রকার অস্ত্রধারী নই এবং কোনো ডাকাত দলের সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।”
আরফাত অভিযোগ করে বলেন, “আমার ব্যক্তিগত শত্রুতার সুযোগ নিয়ে একটি পক্ষ পরিকল্পিতভাবে এসব মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। এতে আমার মানসম্মান ক্ষুণ্ণ হয়েছে এবং পরিবার-পরিজনসহ আমাকে সামাজিকভাবে চরম বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।”
তিনি আরও জানান, “আমি সবসময় আইন মান্যকারী একজন সচেতন নাগরিক। আমাকে নিয়ে বিভ্রান্তিকর ও কাল্পনিক সংবাদ পরিবেশন করা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য ও হয়রানিমূলক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে অবিলম্বে সংবাদটি প্রত্যাহারের জন্য অনুরোধ করছি।”
এছাড়া তিনি আইনের আশ্রয় নেওয়ার কথাও উল্লেখ করেন। তার ভাষায়—
“ভবিষ্যতে যেন এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ করে আর কোনো নিরীহ মানুষকে হয়রানি করা না হয়, সেজন্য আমি আইনগত ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা করছি।”
স্থানীয়রা জানিয়েছেন, আরফাত দীর্ঘদিন ধরে এলাকায় স্বাভাবিক জীবনযাপন করে আসছেন। হঠাৎ করে তার বিরুদ্ধে এ ধরনের সংবাদ প্রকাশিত হওয়ায় তারা বিস্মিত হয়েছেন। তারা মনে করেন, কারো স্বার্থ চরিতার্থ করার জন্যই এমন অপপ্রচার চালানো হচ্ছে।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com