1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

দুর্ভিক্ষ —- অন্তরা খাতুন‌

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১১৪ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

আমার নাম মোহোনা। আমরা মোট পাঁচ ভাই বোন। বাবা হকার, মা গৃহিনী। হকারি করে যে কয় টাকা পায়, তা নিয়ে সংসার চালানোই কষ্টের। পাঁচ ভাইবোন নিয়ে কোন মত চলে। প্রায় দিন না খেয়েই থাকতে হয়। বলতে গেলে নুন আনতে পান্তা ফুরায়। এভাবে তো চলে না। তাই পরিবার সিদ্ধান্ত নেয় ঢাকা যাবে। সবাই মিলে ইনকাম করবে।

 

ঢাকাতে গিয়ে আমি টিউশনি শুরু করি। বাবা করে ফলের ব্যবসা। মা ঘরে বসে জামায় শাড়িতে পুতি লাগায়। সংসার খেয়েদেয়ে কোনমতে চলে যায়। কিন্তু হঠাৎ একদিন শুরু হয় মহামারী। যা পুরো বাংলাদেশ ছেয়ে যায়। আবার যেন দুর্ভিক্ষ নিয়ে আসলো এই নতুন রোগ মহামারী করোনা ভাইরাস। অনেক মানুষ মারা যায় ঢাকা শহরে। কেউ কারো সাথে দেখা করে না কেউ কারো সাথে কথা বলে না। যার যার ঘরে থাকে। তখন বাবা সিদ্ধান্ত নে য় এখানে নাখেয়ে মরার চেয়ে বাড়ি গিয়ে মরাই ভালো।তাও তো বাপ দাদার ডিটেই মরবো।

 

তারপর সবাই আবার গ্রামে চলে আসি। আবার সেই আগের মত অবস্থা। চারিদিকে হাহাকার। চারিদিকে কান্নার আওয়াজ। কেউ ঘর থেকে বের হয় না করোনা ভাইরাস মহামারী রোগ। দুর্ভিক্ষ যেন আমাদেরকে ঘিরে বসেছে। কোথাও কোন ইনকাম নেই, খাবার নেই চাল ডাল নেই। কোন মত খেয়েদেয়ে পার করি দিনগুলি। কিন্তু পরিবারে আসে নতুন এক ঝড়। আমার মা অসুস্থ হয়ে পড়ে খুব বেশি। এবং সেই অসুস্থতা মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। দুর্ভিক্ষ যেন পরিবারটাকে শেষ করে দেয়। পরিবারের কান্নার রোল পড়ে যায়। এভাবেই শেষ হয়ে যায় জীবন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park