আমার নাম মোহোনা। আমরা মোট পাঁচ ভাই বোন। বাবা হকার, মা গৃহিনী। হকারি করে যে কয় টাকা পায়, তা নিয়ে সংসার চালানোই কষ্টের। পাঁচ ভাইবোন নিয়ে কোন মত চলে। প্রায় দিন না খেয়েই থাকতে হয়। বলতে গেলে নুন আনতে পান্তা ফুরায়। এভাবে তো চলে না। তাই পরিবার সিদ্ধান্ত নেয় ঢাকা যাবে। সবাই মিলে ইনকাম করবে।
ঢাকাতে গিয়ে আমি টিউশনি শুরু করি। বাবা করে ফলের ব্যবসা। মা ঘরে বসে জামায় শাড়িতে পুতি লাগায়। সংসার খেয়েদেয়ে কোনমতে চলে যায়। কিন্তু হঠাৎ একদিন শুরু হয় মহামারী। যা পুরো বাংলাদেশ ছেয়ে যায়। আবার যেন দুর্ভিক্ষ নিয়ে আসলো এই নতুন রোগ মহামারী করোনা ভাইরাস। অনেক মানুষ মারা যায় ঢাকা শহরে। কেউ কারো সাথে দেখা করে না কেউ কারো সাথে কথা বলে না। যার যার ঘরে থাকে। তখন বাবা সিদ্ধান্ত নে য় এখানে নাখেয়ে মরার চেয়ে বাড়ি গিয়ে মরাই ভালো।তাও তো বাপ দাদার ডিটেই মরবো।
তারপর সবাই আবার গ্রামে চলে আসি। আবার সেই আগের মত অবস্থা। চারিদিকে হাহাকার। চারিদিকে কান্নার আওয়াজ। কেউ ঘর থেকে বের হয় না করোনা ভাইরাস মহামারী রোগ। দুর্ভিক্ষ যেন আমাদেরকে ঘিরে বসেছে। কোথাও কোন ইনকাম নেই, খাবার নেই চাল ডাল নেই। কোন মত খেয়েদেয়ে পার করি দিনগুলি। কিন্তু পরিবারে আসে নতুন এক ঝড়। আমার মা অসুস্থ হয়ে পড়ে খুব বেশি। এবং সেই অসুস্থতা মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। দুর্ভিক্ষ যেন পরিবারটাকে শেষ করে দেয়। পরিবারের কান্নার রোল পড়ে যায়। এভাবেই শেষ হয়ে যায় জীবন।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com