--------------উৎসর্গ--------------
আমার মা ও বাবা-কে
যারা আমাকে সু-শিক্ষা ও সু সংস্কৃতিতে গড়ে তুলেছেন।
রচনা ও সম্পাদনায়-
মোঃ রানা মিয়া
সিনিয়র শিক্ষক (গণিত)
উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
সদস্য, HWPL (South Korea).
জাতীয় নির্বাহী পরিষদ সদস্য, SWID Bangladesh.
প্রতিষ্ঠাতার বাণী
বই জ্ঞানের বাহন, বই আলোর প্রতীক। বই মনের অন্ধকার দূর করে মানুষকে সত্যের পথে ধাবিত করে। মানুষের ঘুমন্ত হৃদয়কে জাগাতে পারে শুধু বই। একটি ভালো বই একটি শিক্ষার্থীর শুধু একাডেমিক উন্নয়নই করে না, এর পাশাপাশি মানবিক মূল্যবোধ ও জাগ্রত করে। বর্তমান শিক্ষা ব্যবস্থা ও নতুন শিক্ষা কারিকুলাম অনুযায়ী একজন শিক্ষার্থীর বাস্তব সম্মত জ্ঞান রাখা অত্যান্ত জরুরী। মুখস্ত বিদ্যা দিয়ে কখনই ভালো শিক্ষার্থী হওয়া সম্ভব নয়। কোন শিক্ষার্থীর যেন গণিত বিষয়ে জানার অপূর্ণতা না থাকে সেই লক্ষ্যে মোঃ রানা মিয়া এই বইটি লিখেছেন। Neglected Math বইটি শিক্ষার্থী, শিক্ষক ও সুশীল সমাজের গণিত জ্ঞান পিপাশু মানুষের মনে স্থান করে নিবে, আমার বিশ্বাস। গণিতকে ভয় নয়, গণিতকে জয় করার প্রত্যয় নিয়ে মোঃ রানা মিয়া দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে বইটি লিখেছেন। আমি মনে করি বইটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সকল শ্রেণির গণিতের বেসিক শিখতে আগ্রহী শিক্ষার্থীর জন্যে গৃহ শিক্ষক হিসেবে সহায়ক ভূমিকা পালন করবে।
মহান আল্লাহ তা-আলা লেখকের সৎ চিন্তা ও উদ্দেশ্য সফল করুন। আমিন।
অধ্যক্ষ আব্দুল মুমিন
প্রতিষ্ঠাতা
উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ
ও
চেয়ারম্যান, মুক্ত আলো ফাউন্ডেশন।
অধ্যক্ষের বাণী
বিদ্যালয়ে বিদ্যমান শিক্ষাক্রমে মাতৃভাষার অবস্থান সর্বাগ্রে। মাতৃভাষার পরেই গণিতের অবস্থান। বস্তুজগত ও চিন্তা জগতে যত কিছু আছে সব কিছুতেই গণিতের ব্যবহার ও প্রয়োগ রয়েছে। এমনকি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার্য সকল কিছুই গণিতের জ্যামিতিক আকৃতির। গনিত হলো সকল বিজ্ঞানের প্রবেশদ্বার ও চাবিকাঠি। বিজ্ঞান এর এমন কোন শাখা নেই যেখানে গণিতের ব্যবহার নেই। তাই বিজ্ঞান মনস্ক সকল শিক্ষার্থীকে গণিতের প্রতি বিশেষ আকর্ষণ থাকা উচিত। উত্তরা মডেল স্কুল এন্ড কলেজের গণিত বিষয়ের শিক্ষক জনাব মোঃ রানা মিয়া কর্তৃক রচিত, ইচ্ছাশক্তি প্রকাশনী কর্তৃক প্রকাশিত ঘবমষবপঃবফ গধঃয বইটি মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের জন্য গণিত বিষয়ের খুবই উপকারী সহায়ক বই। জনাব মোঃ রানা মিয়া দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতায় শিক্ষার্থীদেরকে গণিত ভীতির পরিবর্তে গণিত প্রীতি সৃষ্টির প্রয়াস চালিয়ে আসছেন। সেই প্রশ্নই তাকে উদ্বুদ্ধ করেছে ঘবমষবপঃবফ গধঃয রচনায়। এজন্য তাকে আন্তরিক মোবারকবাদ জানাই। গণিত বিষয়ের খুঁটিনাটির দিক সহজ সাবলীল ভাবে উপস্থাপন করা হয়েছে এ বইটিতে। জনাব মোঃ রানা মিয়া কর্তৃক রচিত ঘবমষবপঃবফ গধঃয বইটি সহজ পদ্ধতিতে গণিত বুঝতে শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে এবং এতে উপস্থাপিত বিষয়গুলি শিক্ষার্থীদের গণিত বিষয়ে অনীহা এবং ভীতি দূর করবে বলে আমার বিশ্বাস।গণিত বিষয়ের শিক্ষক শিক্ষার্থীদের জন্য উপকারী সহায়ক বই ঘবমষবপঃবফ গধঃয হবে সবার কাছে সমাদৃত এ প্রত্যাশা করি। গণিত বিষয়ে আরো লেখার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সু-শিক্ষিত ও বিজ্ঞান মনস্ক আদর্শ নাগরিক ও জাতি গঠনে মহান আলাহ তাঁকে সহযোগিতা করুন এ কামনা করি।
মোঃ মনজুরুল হক
অধ্যক্ষ,
উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ
সাবেক রিসার্চ স্কলার, ইসলামিক একাডেমি, ক্যামব্রিজ, যুক্তরাজ্য।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com