ডেক্স প্রতিনিধিঃ আব্দুস সাত্তার সুমন
গত ১৮ অক্টোবর ২০২৪ ইং রোজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন আর সি মজুমদার হল রুমে “আন্তর্জাতিক লেখক সম্মেলন ২০২৪” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বিদেশের বিভিন্ন গুণীজন কবি সাহিত্যিকরা।
সুদূর অস্ট্রেলিয়া থেকে আগত অস্ট্রেলিয়া বিএনপির মহাসচিব মনিরুল হক জজ, ভারত থেকে আসছেন বিশিষ্ট কবি আবদুল কাইউম, বাংলাদেশের ছিলেন বিশিষ্ট ছড়াকার আসলাম সানি, বিশিষ্ট কবি ও চলচ্চিত্র অভিনেতা এবিএম সোহেল রশিদ, বিশিষ্ট ছড়াকার আতিক হেলাল, কবি ও সংগঠক কে এম সফর আলী, লেখিকা অরুনা বেগম, ঔপন্যাসিক মাসুম মুহতাদী, কবি মোহাম্মদ মোছা, কবি ও সংগঠক আর মুজিবুর, কবি ও সংগঠক বেলাল হাওলাদার, কবি ও সংগঠক জেসমিন দীপা, কবি ও সংগঠক আব্দুর সাত্তার সুমন। এছাড়াও বিভিন্ন বিভাগ, জেলা থেকে অনেক গুণী কবিরা উপস্থিত ছিলেন।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com