1. admin@ichchashakti.com : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

ডেক্সঃ ইচ্ছাশক্তি

 

বাংলাদেশের সাহিত্য চর্চাকে এগিয়ে নিতে ও লেখক–কবিদের মধ্যে আন্তরিক বন্ধন গড়ে তুলতে “ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার” নিয়মিতভাবে বিভিন্ন আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ অনুষ্ঠিত হয় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে। সমগ্র আয়োজনটি হয়ে উঠেছিল শুধু একটি ভ্রমণ নয়, বরং সাহিত্য, সংস্কৃতি ও আনন্দঘন মুহূর্তে ভরা এক অনন্য অভিজ্ঞতা।

 

সকালের প্রথম প্রহরেই অংশগ্রহণকারীরা নির্ধারিত স্থান থেকে বাসে যাত্রা শুরু করেন। কবি-লেখক, সাহিত্যপ্রেমী এবং প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সবাই প্রাণবন্ত উৎসাহ নিয়ে সফরে অংশগ্রহণ করেন। যাত্রাপথেই পরিবেশে এক ধরনের সাহিত্যিক আবহ তৈরি হয়। কেউ আবৃত্তি করলেন নিজের লেখা কবিতা, কেউ গেয়ে শোনালেন প্রিয় গান, আবার কেউবা আলোচনায় মেতে উঠলেন সমসাময়িক সাহিত্যধারার নানা দিক নিয়ে। বলা চলে, ভ্রমণের সূচনা থেকেই অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।

 

সাফারি পার্কে পৌঁছে নির্ধারিত স্থানে আয়োজন করা হয় সাহিত্য আড্ডার। খোলা প্রকৃতির মাঝে গাছের ছায়াতলে বসে কবি-লেখকদের মেলবন্ধন ঘটে। একে অপরের লেখা শোনার পাশাপাশি সাহিত্যচর্চার ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়েও আলোচনা হয়। আবৃত্তির সুর, হাসি-আনন্দ আর করতালির ধ্বনিতে আড্ডার পরিবেশ হয়ে ওঠে একেবারেই ভিন্নমাত্রার।

 

সাহিত্য আড্ডার অন্যতম আকর্ষণ ছিল কবি ও লেখকদের সম্মাননা প্রদান। “ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার” এর পক্ষ থেকে অংশগ্রহণকারী কবি-লেখকদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সম্মাননা তাঁদের সাহিত্যচর্চার প্রতি স্বীকৃতি হিসেবে কাজ করে এবং নতুন করে অনুপ্রেরণা জোগায়। ক্রেস্ট গ্রহণের সময় কবিদের মুখে আনন্দ আর গর্বের দীপ্তি ছিল স্পষ্ট।

 

সাহিত্য ও আলোচনার পাশাপাশি আয়োজনকে প্রাণবন্ত করতে রাখা হয় কয়েকটি মজার প্রতিযোগিতা। এর মধ্যে বেলুন ফুটানো বিশেষভাবে সবার দৃষ্টি কাড়ে। কবি-লেখকেরা নিজেদের শৈশবের আনন্দকে যেন ফিরে পান এই খেলায় অংশ নিয়ে। হাসি-ঠাট্টায় ভরে ওঠে চারপাশ।

 

কবিতা আবৃত্তি আয়োজনের অন্যতম প্রধান অংশ ছিল। খোলা প্রাকৃতিক পরিবেশে আবৃত্তির ধ্বনি যেন প্রতিধ্বনিত হতে থাকে। কেউ নিজের লেখা কবিতা আবৃত্তি করেন, কেউ আবার প্রিয় কবির কবিতা পরিবেশন করেন। কবিতার প্রতিটি শব্দে, প্রতিটি ছন্দে যেন মিশে ছিল প্রকৃতির সজীবতা। অংশগ্রহণকারীদের আবৃত্তিতে উঠে আসে ভালোবাসা, মানবতা, সমাজ ও জীবনের নানাবিধ রূপকথা।

 

অনুষ্ঠানের শেষপর্বে অনুষ্ঠিত হয় রাফেল ড্র। লটারির মাধ্যমে বিভিন্ন লেখকের বই তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। এতে সকল অংশগ্রহণকারী আরও উৎসাহ নিয়ে যুক্ত হন এবং আনন্দঘন মুহূর্তে ভ্রমণ শেষের দিকে এগিয়ে যায়। রাফেল ড্র-এর সময়টিও ছিল হাসি, উল্লাস ও করতালিতে মুখরিত।

 

সাহিত্য আড্ডার পাশাপাশি সাফারি পার্ক ভ্রমণ আয়োজনের প্রধান আকর্ষণ ছিল। অংশগ্রহণকারীরা প্রাকৃতিক পরিবেশে অবাধে ঘুরে বেড়ানোর সুযোগ পান। সিংহ, বাঘ, হরিণ, ময়ূর, হাতি প্রভৃতি পশুপাখি কাছ থেকে দেখার অভিজ্ঞতা ছিল সবার জন্যই রোমাঞ্চকর। বাচ্চারা প্রাণভরে আনন্দ উপভোগ করে আর প্রাপ্তবয়স্করাও ফিরে যান শৈশবের দিনগুলোয়। সব মিলিয়ে ভ্রমণটি সবার মনে স্থায়ী ছাপ রেখে যায়।

 

সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ শেষে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। স্মৃতিময় মুহূর্তগুলো ধরে রাখতে সবাই মেতে ওঠেন ফটোসেশনে। দিনশেষে যখন সবাই বিদায় নেন, তখনও তাঁদের মুখে ছিল তৃপ্তির হাসি এবং মনে অম্লান আনন্দের রেশ।

 

ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের এ আয়োজন নিঃসন্দেহে ভবিষ্যতে আরও বড় পরিসরে সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে। অংশগ্রহণকারীদের প্রত্যাশা, প্রতিবছরই এমন উদ্যোগ গ্রহণ করা হোক, যাতে সাহিত্যচর্চা আরও বিস্তৃত হয় এবং কবি-লেখকদের মধ্যে আন্তরিকতা ও সম্পর্ক আরও দৃঢ় হয়ে ওঠে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park