আজ ৯-৯-২০২৫ ঈ. ( রোজ মঙ্গলবার ) রাজধানীর ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া বারিধারায় মাও, আজীজুল ইসলাম ইসলামাবাদী, মুফতি জাকির হুসাইন কাসেমী, মুফতি মোস্তফা ওয়াদুদ কাসেমী, মুফতি সাঈদুল আলম কাসেমী সহ অন্যান্যদের উপস্থিতিতে মাওলানা এনামুল হাসান ফারুকীর হাতে নগদ ৫০ হাজার টাকা বুঝিয়ে ( হাদিয়া ) দেন
ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম শাহেদুল ইসলাম তানভীর।
এসময় মাওলানা আজীজুল ইসলাম ইসলামাবাদী আল ইরশাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই মহতি উদ্যোগের জন্য ফাউন্ডেশনের সবার প্রতি কৃতজ্ঞতা জানান। এবং ভিডিও বার্তা প্রদান করেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম শাহেদুল ইসলাম তানভীর বলেন : হামদ ও সালাতের
পর সর্বপ্রথম বিশ্ব ব্রহ্মাণ্ডের এক ও অদ্বিতীয়
অধিপতি, পরম করুণাময় অতি দয়ালু মহান আল্লাহ তায়ালার দরবারে অজস্র অকৃত্রিম কৃতজ্ঞতা জ্ঞাপন ও সহস্র সুজুদ আদায় করছি, যিনি ক্যান্সারে আক্রান্ত, মাজলুম আলেমে দীন মাও. এনামুল হাসান ফারুকীর চিকিৎসা বাবদ প্রাথমিকভাবে পঞ্চাশ হাজার (৫০) টাকা দিয়ে পাশে দাঁড়ানোর তৌফিক দিয়েছেন।
অতঃপর দূরে, কাছে, দেশে-বিদেশে অবস্থানরত আল ইরশাদ ফাউন্ডেশনের সকল হিতাকাঙ্ক্ষী- শুভাকাঙ্ক্ষী- বিশেষত অর্থ-মেধা-শ্রম-ঘাম, দোয়া ও মেহনত সহ বিভিন্ন মাধ্যমে এই গুরুত্বপূর্ণ উদ্যোগে শরীক ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দ
এবং সকল দাতা গণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি আরো বলেন : আমাদের এই উদ্যোগ এখনো চলমান রয়েছে, আপনার দান আমানতের সহিত পৌঁছে দিতে আল ইরশাদ ফাউন্ডেশন সবসময় বদ্ধ পরিকর। অনুদান দিতে যোগাযোগ করুন। বিস্তারিত জানতে আল ইরশাদ ফাউন্ডেশনের ফেসবুক পেইজ সহ পেইজে দেয়া নাম্বারে যোগাযোগ করুন। আল্লাহ পাক কবুল করুন। উত্তম বিনিময় দান করুন। সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাদের এ পথচলা জারি থাকুক। সৃষ্টির প্রতি স্নেহ মমতায় ভরে উঠুক আমাদের জীবন। জাযাকুমুল্লাহ।
মাও. এনামুল হাসান ফারুকী ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মহোদয় সহ সবার প্রতি সালাম জানান। আল্লাহ পাক ভাইকে শেফা দিন। আমিন।
#সন্তষ্টি #সেবা #আল #খেদমতে #ইসলাম #ফাউন্ডেশন #foundation #AlIrshad #ইরশাদ