ইলশে গুড়ি ইলশে গুড়ি
বৃষ্টি ঝরে আজ
গঙ্গার জলে বেড়ে গেছে
জেলে ভাইয়ের কাজ।
মৃদুল হাওয়া মেঘের ছায়ায়
ইলিশ মাছের নাচ
জেলের দলে মন আনন্দে
ধরে ইলিশ মাছ।
ইলিশ মাছের দামের কথায়
চমকে উঠে প্রাণ
কাঁটা ভরা ইলিশ মাছের
ঝোলের ভীষণ ঘ্রাণ।
সবার পাতে ইলিশ ভাজা
গবার থালায় ঝোল
রাগ করেছে কাজের লোকে
পেটে বাজায় ঢোল।
শ্রাবণ মাসে খোকা ইলিশ
ধরতে মানা ভাই
লোভী মানুষ শুনে কি আর
বাড়তি রোজগার চাই।