একাকিত্ব মানুষকে মানুষ চেনা শেখায়
একাকিত্ব মানুষকে সঠিক পথ দেখায়
একাকিত্বে ডুবে গিয়ে মানুষ নিজেকে খুঁজে পায়
একাকিত্ব মানুষকে ভেঙে দিয়ে আবার নতুন করে গড়ে তোলায়
একাকিত্বে করলে সন্ধান সৃষ্টিকর্তাকে পাওয়া যায়
একাকিত্বে ধর্মের ধ্যান পরিপূর্ণতার দিশা পায়
একাকিত্বে ভেবে হৃদয় সঠিক সিদ্ধান্ত নিতে পায়
একাকিত্ব একঘেয়ে মানুষ দৃঢ় মনোবল বাড়ায়
একাকিত্ব মানুষকে ভিষণ করে ভাবিয়ে তোলে
একাকিত্বে মানুষ নিজেই নিজের সাথে কথা বলে
একাকিত্ব মানুষকে কাঁদায় ভিষণ করে
একাকিত্বে মানুষ দ্বারায় আবার ভেঙে পড়ে