বাংলাদেশ আলেমের দেশ
নতুন বছরে হইলো আলেম
আরো শুনে খুব লাগছে বেশ।
একটি একটি হরফ করে সে
হৃদয়ের মাঝে গেঁথেছে।
আজ সে সৌভাগ্যবান
নতুন বছরে আলেম হয়েছে।
ধন্য হইলো তার জীবন
আমি মনে করি সদা।
ভালো কাজ করে তুমি
দূর করবে সমাজের মূর্খতা।
করবে না জীবনে কখনো চুক্তি তুমি
ওয়াজ করতে হলে দরকার।
প্রয়োজনে নিজেকে বিলিয়ে দিবে
খাঁটি আলেম হওয়ার দরকার।
তোমার সেহবতে আমি এসে যদি
আজ ভালো হতে পারি ।
একজন খাঁটি আলেম সবসময়ই
দেখাতে পারে হতে আল্লাহর ওলি।