1. admin@ichchashakti.com : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

প্রেমের মেঘে একটি মন —- ওমর ফারুক আশরাফি

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৪৬ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

প্রেমের মেঘে একটি মন 

ওমর ফারুক আশরাফি

 

ভালোবাসা—এটা কি কেবল দুজন মানুষের মধ্যকার সম্পর্কের গল্প?

নাকি কখনো কখনো একা একজন মানুষের নিঃশব্দ অনুভবের দীর্ঘ একাকীত্ব?

 

এখানে গল্পটা শুরু হয় এক মন থেকে, যে একা। কিন্তু একাকী নয়।

সে ভালোবাসে—অতল গহিন থেকে ভালোবাসে এমন কাউকে, যার বাস্তব কোনো রূপ নেই।

তবু তার কাছে সেই মানুষটির অস্তিত্ব গভীর, শক্ত, জীবনের প্রতিটি কোণায় ছায়ার মতো জড়ানো।

 

এই ভালোবাসা দেখার মতো কিছু নয়। কেউ বাইরে থেকে তাকালে বুঝতে পারবে না—এই হৃদয়ে কতো কিছু জমে আছে।

প্রতিদিন সে কিছু সময় নিজের মধ্যে ডুবে থাকে, নিজের সঙ্গে কথা বলে।

সে অনুভব করে, তার কল্পনার সেই সাথী যেন ঠিক তার পাশেই বসে আছে—নীরবে, ধৈর্যে, গভীর সান্নিধ্যে।

 

এই সম্পর্কের নেই কোনো সংলাপ, নেই কোনো চোখে চোখ রাখার মুহূর্ত, নেই কোনো বাস্তবতার সনদ।

তবু সম্পর্কটি গভীর। কারণ, এই সম্পর্ক তৈরি হয়েছে সম্পূর্ণ হৃদয়ের মাটি দিয়ে।

 

সে কল্পনায় এক চিত্র আঁকে—সেই সাথীকে নিয়ে। তার মনে সেই সাথী এক আপন ঘরের মতো, যেখানে সে সবটুকু ভালোবাসা দিয়ে সাজিয়ে রেখেছে যত্নে।

সে কোনো দাবি রাখে না। কোনো প্রত্যাশাও করে না।

শুধু চায়, সেই অনুভবটা হারিয়ে না যাক।

কখনো যেন মনের সেই মানুষটা চলে না যায়।

 

এই ভালোবাসা নিঃসঙ্গ, তবু তা অপূর্ব।

এই ভালোবাসা একতরফা, তবু নিঃস্বার্থ।

এই ভালোবাসা খোঁজে না চোখের দেখা বা শব্দের সংলাপ—

এই ভালোবাসা খোঁজে মনের ভেতরের ছায়াকে,

যে ছায়া হয়তো কখনো ছিল না,

তবু প্রতিদিনই সে ফিরে ফিরে আসে হৃদয়ের এক কোণে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park