তুমি না কইছিলা, কভু ছাইড়া যাইবা না
আমারে ছাড়া নিঃশ্বাস নিতে পারবা না।
কই, সেই প্রতিশ্রুতি, সেই মায়ার বানী
এত জলদি কেমনে ভুইল্যা গেলে তুমি?
তোমার কওয়া কথাগুলাই বিশ্বাস কইরা
বুকের ভেতর আমি জায়গা দিছিলাম,
তোমার স্বপ্নগুলাই বুকে আগলায়ে
শিশুর মতো যত্নে লালন করছিলাম।
আচ্ছা, একদিনের ল্যাগিও কি ভালোবাসো নাই?
আমার লগে কাটানো ক্ষণগুলো তোমারে
একবারের ল্যাগিও ডাক দেয় না মনে?
সবই কি মিছা, সবই কি ভাঙা স্বপ্ন তবে?
তুমি যে ভুইল্যা গেছো, এইডা মানতে নাহি পারি,
কষ্টে বুক আমার পাথরের মতো ভারী।
তবুও ভাবি– হয়তো ফিরবা কোনোদিন,
আমারে ফ্যালাইয়া যাইবা না কোনোদিন।