জন্মেছ কবি এই ধরা ধামে
রেখ তোমার মান।
সকলকে পিছনে ফেলে তুমি
হও অনেক মহান।
জন্মদিনে দেব কী ভাই
আমি গরিব জানি।
কবি তোমাকে আমি কিন্তু
শ্রেষ্ঠ বলে মানি।
এমন জীবন গঠন করো
যাতে মানুষের লাগে তাক।
তোমার জন্য গণতন্ত্র
আবার মুক্তি পাক।
সমাজ গড় সমাজসেবী
শিক্ষা কর সুন্দর।
আল্লাহর কাছে এই আশা
তোমাকে জানুক ভূধর।
আমার জম্ম দিন উপলক্ষে কবি আসিফ সওদাগর নেত্রকোনার কবি আমাকে কবিতাটি উপহার হিসেবে দেন চির কৃতজ্ঞ প্রিয় কবি বন্ধু প্রতি।