ভালোবাসাতেই নিজেকে বারবার গলাই
ভাঙা-চোরা আমিটাকে নিজেই সামলাই।
অসহনীয় অনুভূতির ঢেউ করে আঘাত
অজানা দুঃখ-বেদনায় ডুবে যায় রাত।
রোজ আমাকে মারে হাহাকার ভেতরে
তবুও স্বপ্ন জাগে অদ্ভুত খেয়ালে।
মনের গোপন ক্ষতে জমে কত ক্ষতচিহ্ন
তবু ভালোবাসা বেজে ওঠে প্রাণের অনিঃশেষ গীত।
ভাঙা আয়নায় দেখি নিজের ভগ্ন প্রতিচ্ছবি
অশ্রুতে ভিজে ওঠে বুকের নিঃসঙ্গ দিনগুলি।
অশান্তির ঝড়ে হারাই বারবার আপন রূপ
তবুও আঁকড়ে ধরি ভালোবাসার অনন্ত সুদৃঢ় সেতু।
যন্ত্রণার আঁধারে খুঁজে নিলাম ক্ষুদ্র আলো
দহনেই জন্ম নেয় সত্যিকারের ভালো।
পথ হারালেও মন বলে অনবরত
“ভালোবাসার চেয়ে সুন্দর কিছুই নেই এ পৃথিবীতে।”
বেদনাই শেখায় হৃদয়কে সহনশীল হতে
অশ্রুই বানায় ভালোবাসার স্রোত অশেষ পথে।
যতোই ভাঙুক জীবন, ছিন্ন হোক স্বপ্ন
তবু ভালোবাসা জ্বলে থাকে শাশ্বত প্রদীপ হয়ে।