জীবন মানেই তো কিছু কষ্ট, কিছু দুঃখ,
তবু এগিয়ে চলো, থেমে যাওয়া নয় মুখ্য।
ঝড়ের পরে যেমন সূর্য আনে আলো,
ব্যর্থতার ছায়া ভেদ করে আগুন জ্বালো।
একটু হোঁচট, একটু বাধা এও তো শিক্ষা,
স্বপ্নের খোঁজে পথ চলাই জীবনের দীক্ষা।
যে পথে হাঁটছেন, সে পথেই থাকতে হবে,
পথ পরিবর্তন নয় মনকে দৃঢ় করতে হবে।
সুন্দর সমাপ্তি আসবেই, যদি না হার মানি,
শক্তি আছে অন্তরে, আলো আছে জানি।
তাই জীবনের ডাকে দমে যেয়ো না কখনো,
অন্ধকার ভেদ করেই জ্বলে আপন আলো।