আমি খেলাফতের স্বপ্ন দেখি
যেখানে ন্যায়বিচারের আলো ঝলমল করে
যেখানে ক্ষুধার্ত শিশুর মুখে রুটির হাসি ফোটে
আর অনাথের চোখে শান্তির নূর জ্বলে।
আমি খেলাফতের স্বপ্ন দেখি
যেখানে সুলতানও আল্লাহর সামনে বিনম্র
দরিদ্রের কণ্ঠে শক্তি, জালেমের চোখে ভয়
অন্যায়ের দেয়াল ভেঙে পড়ে সত্যের ঝড়ো হাওয়ায়।
আমি খেলাফতের স্বপ্ন দেখি
যেখানে সীমান্ত মানে না বিভাজন
মদিনার মাটির মতো উম্মাহ একতাবদ্ধ
আযানের ধ্বনি মিলিয়ে দেয় সব বৈষম্য।
আমি খেলাফতের স্বপ্ন দেখি
যেখানে শাসন মানেই আমানতের ভার,
লোভ নয়, ক্ষমতা নয়
বরং নবীর উত্তরাধিকার, কুরআনের পথের আলো।
আমি খেলাফতের স্বপ্ন দেখি
যেখানে দুনিয়া জুড়ে জুলুমের শেকল ভাঙে
শান্তির নিশান উড়ে যায় আকাশ জুড়ে
এবং প্রতিটি হৃদয় উচ্চারণ করে
আল্লাহ মহান, আল্লাহরই রাজত্ব!