দিগন্তের সীমানায় সাঁঝ নেমে এলে,
আকাশে ঝরে পড়ে নীরবতার নীলিমা।
তোমার চাহনির ছায়া ঢেকে দেয় সূর্যাস্ত,
বাতাসে জেগে ওঠে অদৃশ্য গন্ধের প্রহেলিকা।
আমার অন্তর্লোকে জন্ম নেয় গোপন বসন্ত,
শব্দেরা হারায় তোমার নামের গোলকধাঁধায়।
সময়ের পাঁজরে থেমে যায় সব দুঃখ-আনন্দ,
শুধু হৃদয় স্পন্দিত হয় তোমার অদেখা স্পর্শে।