হাঁটতে গিয়ে ব্যথা পেলাম
আমার ওই যে পায়ে,
এখন দেখি জ্বর আসলো
আমার ওই যে গাঁয়ে।
আস্তে আস্তে ব্যথা এখন
বেড়ে আরো যাই,
পায়ের পাতা ফুলে গেছে
কেমন করে চাই।
ডাক্তার দেখায় ওষুধ নিলাম
কমছে না কেন ব্যথা,
ব্যথার জন্য মুখ দিয়ে
আসেন আর কথা।