সবুজ মাঠে ধানের চারা,
গায়ে ওঠে ভোরের সাড়া।
মাটির গন্ধ মনকে টানে,
পাখি বাজায় ধানের গানে।
শ্রমে ভরা দিনের আলো,
ঘামে ভিজে মাঠের চালো।
নদীর হাওয়া আসে বয়ে,
মনটা যেন গান ছুঁয়ে।
সূর্য হাসে সোনার মুখে,
চাষি খুশি ফসল বুকে।
শিশুরা খেলে ধানের পাশে,
বউরা হাসে কাজের আশে।
গোধূলি রঙ নামে ধীরে,
ধানের ঢেউ নাচে নীরে।
ঘরে ফেরে ধানের বোঝা,
হাসি ফোটে সবার মুখে।
ঢাকের তালে গান বাজে,
আনন্দ ঢেউ গ্রামময় সাজে।
বাংলার প্রাণ মাটি-ধান,
শ্রমেই গড়ে সুখের প্রাণ।