রাস্তাঘাটে বস্তায় পটে
রাতে কিংবা দিনে,
কেউ বেঁচে কেউ কিনে।
ছদ্মবেশে পেশার পাশে
যে যা পারে আনে,
অটোরিকশা ভ্যানে।
কেউবা দুঃখের চাপ কমাতে
মরণ টানা টানে,
প্রকাশ্যে গোপনে।
চক্রে পড়ে নেশার ঘোরে
ছুটছে জনে জনে,
বাঁধাহীন সবখানে।
নেশার থাবায় তরুণ যুবায়
মরছে বিষের বাণে,
ধরছে সমাজ ঘুনে।
আলো ছেড়ে অন্ধকারে
যাচ্ছে পোলাপানে,
নাই জীবনের মানে।
থাকতে সময় আয় ফিরে আয়
আল কোরআনের পানে,
সফল দোজাহানে।