শরৎ ঋতু বাংলার ঋতুর তৃতীয়,
শরৎ আসে বর্ষার পরপরই অতীয়।
শরৎ আসে ভাদ্র-আশ্বিন মাসে,
শরৎ আসে বর্ষা ভেজার শেষে।
শরৎ আসে প্রকৃতির হাসি মুখ,
শরৎ আকাশে সাদা মেঘের বুক।
শরৎ সৌন্দর্য হলো কাশফুল হাসি,
শরৎ ঘেরা শাপলা-শালুক বেশি।
শরৎ বাংলার উৎসব ঋতু বটে,
শরৎ চাষি ব্যস্ত মাঠে মাঠে।
শরৎ প্রকৃতির সৌন্দর্য যে দেশে,
শরৎ কৃষকের গান মাঠে ভাসে।