ইচ্ছাশক্তি আইডি নং: 0020220189
যখন দশ মাস দশদিন পরে,
আসলে তুমি ধরা’র তরে।
মায়ের শূন্য কুল গেলো ভরে,
আল্লার দেওয়া তুমি উপহারে।
মা-তোমায় করলেন লালন,
পান করাইলেন বুকেরও স্তন।
তুমি মায়ের সাত রাজার ধন,
বাবার জ্যোতি নয়ন।
এক পা-দু পা হাটতে যখন,
মা-বাবা অবাক হয়ে দেখত তখন।
আধো-আধো ধ্বনির কথন,
শুনে তারা হতো আন-মন।
শিশু থেকে যৌবনে,
রেখেছেন মায়ার বন্ধনে।
লিপ্ত তুমি কর্ম সন্ধানে,
সুখের সীমা নাই ধারণে।