কেহ দেখে নাই খেয়াল করে,
শীতের আগ্রাসনে ঝড়া পাতা মড়মড়ে।
পাপড়িগুলোও চুপসে গেছে
শুকনো গাছটাও অবিরাম দাঁড়িয়ে
জিড়িয়ে নেওয়ার সময়টুকুও পায় নাই।
নতুন পাতা গজাবে কবেকার কে জানে।
তারে বলে দিও__,
তার উষ্ণ আগমন, বসন্তের নিমন্ত্রণ;
সে তো বেমালুম!
তার আসার নাম নাই।