1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

ফ্যাসিবাদ ও নিপীড়নের বিরুদ্ধে কবিতার অগ্নুৎপাত: “জুলাই এক বিদ্রোহ”

  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৬২ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

জুলাই বিপ্লবের ঘটনাবলী নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে “পালংকি সাহিত্য পরিষদ” সম্পাদিত “জুলাই এক বিদ্রোহ” ছড়া-কবিতা সংকলন। যৌথ কাব্যগ্রন্থটি প্রকাশ করছে “ইচ্ছাশক্তি প্রকাশনী” প্রচ্ছদ করেছেন ইচ্ছাশক্তি গ্রাফিক্স টিম।

৩৬শে জুলাই ২০২৪- এক ঐতিহাসিক দিন। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে এ দিনটি হয়ে থাকবে গভীর শোক, প্রতিবাদ ও প্রত্যাশার প্রতীক হিসেবে। জুলাই মাস ঘিরে শহরের রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল তরুণ ছাত্র-জনতার রোষে। ফ্যাসিবাদ, দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে যে ক্ষোভ দীর্ঘদিন ধরে জমছিল, তা অগ্নুৎপাতের মতো ফেটে পড়েছিল এই মাসে। শহীদ হয়েছিলেন আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম এবং আরও অনেক নাম-না-জানা যোদ্ধা, যারা গুলি, লাঠিচার্জ বা ধরপাকড়ের ভয়কে উপেক্ষা করে দাঁড়িয়েছিলেন মানুষের অধিকার, বাকস্বাধীনতা এবং গণতন্ত্রের পক্ষে। এই সংকলন তাঁদেরই উদ্দেশে রচিত এক সাহিত্যিক শ্রদ্ধাঞ্জলি। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, সাহসী জনতার প্রতি ভালোবাসা, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মুক্ত-ন্যায়বান সমাজ গঠনের আকাঙ্ক্ষা নিয়েই এই সংকলনটি করা হয়েছে।

এটি পাঠকের মধ্যে –
❑ ইতিহাসচেতনা ও সামাজিক সচেতনতা গড়ে তুলবে।
❑ তরুণদের মধ্যে দায়িত্ববোধ ও প্রতিবাদী মানসিকতা তৈরি করবে।
❑ জনসাধারণের মধ্যে সমাজ ও রাষ্ট্র নিয়ে ভাবনা, সাহসী মানসিকতা এবং ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার প্রেরণা জোগাবে।
❑ এছাড়াও, তরুণ লেখকদের প্ল্যাটফর্ম তৈরি এবং শিক্ষার্থীদের পাঠ্যভাষায় কবিতাচর্চার একটি নতুন দিগন্ত খুলে দেবে বলেও আমরা মনে করি।

এই গ্রন্থে স্থান পেয়েছে দেশের বিভিন্ন প্রান্তের তরুণ ও প্রবীণ কবিদের লেখা, যারা সাহস, ন্যায়বিচার, অধিকার ও মানবিক মূল্যবোধকে তাদের কবিতার মাধ্যমে উপস্থাপন করেছেন।

বইটি হবে একাধারে সময়ের দলিল ও কাব্যিক প্রতিবাদের ভাষা, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
দেশের স্বনামধন্য কবি সাহিত্যিক ও সম্পাদকদের নিয়ে জুলাই এক বিদ্রোহ ছড়া-কবিতা সংকলনটি দীপ্তি ছড়াবে এই আশা করছি ।

বইটি ইতোমধ্যে প্রি অর্ডার শুরু হয়ে গেছে রকমারি.কম পিবিএস, ওয়াফিলাইফ, ইচ্ছাশক্তি বুক শপ এ। বইটির প্রচ্ছদ মূল্য ৩১০৳ । তবে পাঠকগণ ৩০ শতাংশ ছাড়ে ২১৭ টাকায় সংগ্রহ করতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park