1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

কাগুজে আত্মস্মৃতি —- সেখ কামারুল ইসলাম 

  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৮১ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

কাগুজে আত্মস্মৃতি 

সেখ কামারুল ইসলাম 

 

বহুদিন পর সাজানো তাক থেকে নামাই কাগুজে প্রমাণপত্র-

অস্তিত্বের বিবর্ণ পাণ্ডুলিপি,

জীর্ণ দলিলগুলি ছুঁলেই

জমে থাকা বয়েসের ধূলিকণা ঝরে পড়ে পরতে পরতে

যেন ছাই চাপা, বিস্তীর্ণ অতীত-

অস্পষ্ট প্রতিধ্বনিতে

শুধু জেগে ওঠে এক করুণ আভাস!

 

নতুন পাতায় নবলব্ধ আত্মপরিচয়ের ছাপ

রাজদণ্ডের মতো,

আগামীর মানচিত্র হাতে উচ্ছ্বসিত শ্বাসে

নিঃসরিত হত হাজারদুয়ারি আশা আর সম্ভাবনা।

অভ্যর্থনার মহাআয়োজনে আত্মোৎসবের

নতুন আলোর স্বপ্ন শিখায় নিগূঢ় থাকতো গহন প্রতীতি।

 

আজও পাতাগুলো ছুঁলে, ফুলে ওঠে বুক,

উৎসাহে নয় দীর্ঘশ্বাসে-

প্রতিশ্রুতি আর মুক্তির আশ্বাস আজ মিশে যায়

ক্ষয়ে যাওয়া প্রহরের অনুনাদে।

কালের অনুতাপে ছাপার কালিতে এখন জমেছে

কালো অক্ষরের ক্লান্ত ছাপ।

কুলজ উত্তরাধিকার, লেখ্য দলিল,

আর অ-সিদ্ধ বহু পরিচয়-

হাতে ধরে রেখে এমনি করেই কাটে

মৌন সময়ের অনূঢ়া সকাল।

 

ইতিহাসের সাক্ষ্যগ্রহণের

ছায়াকোর্টে পিছন ফিরে থাকে

পায়ের ছাপ গুলো; এখনের মতো আর না।

বেলার মাপে বাড়ে ছোট ছায়া

বাড়ে ছোট ছোট পদচিহ্ন,

কৌণিক আলোয় দীর্ঘতর চিন্তার রেখা।

অনুভবে প্রকটিত নিজ ইতিহাস,

নিজেই দলিল হয়ে

নিজের হাতে ধরা পড়ে নির্বাক,

নির্মম এক বিকেলের অন্তর্দৃষ্টি।

 

উত্তরহীন একরাশ অনন্ত প্রশ্ন

ছুটে আসে নিরবধি,

বাতাসে প্রতিহত হয়ে

ফিরে আসে শুধুই অনুরণন

আত্মস্মৃতি, এক স্বনিত প্রতিসরণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park