1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

মায়ের হাতের রান্না —- মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 

  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৮১ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

মায়ের হাতের রান্না

মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 

 

মায়ের হাতের গন্ধ মেশা ভাতে,

লেগে থাকে স্বর্গের মিষ্টি স্বাদে।

আদরের তরে যে রান্না করতেন,

হৃদয়ে যেনো দোয়া ঢেলে দিতেন।

 

ছোট্ট আমি, মায়ের কোলে বসে,

সেমাই খেতাম মজা করে বসে।

কখনো আবার পায়েসের হাঁড়ি,

ঈদের সকালে যেন মজা হত ভারী।

 

ভুনা খিচুড়ি আর গরুর মাংস,

মায়ের হাতেই মিলে স্বাদের অংশ।

বলো তো এমন রান্না আর কি হয়?

যেখানে নেই প্রেমের ছোঁয়া সেই?

 

হাঁড়ি-পাতিল যখন টুং টাং বাজে,

মায়ের মুখে তখন নূরের সাজে।

এক হাতে চামচ, এক হাতে থালা,

যেনো জান্নাতের পথ খুলে খুলা।

 

রান্নার মাঝে তিনি যিকির করতেন,

“বিসমিল্লাহ” বলে শুরু করতেন।

রাসুল (সা.) বলেছেন, “মায়ের পায়ে,

জান্নাত খোঁজো—তাও ভালো ছায়ে।”

 

আজও মন চায় মায়ের হাতের রুটি,

যা ছিলো দোয়ার মতোই মিষ্টি।

এক গ্লাস শরবতে, ছিল যে মায়া,

তৃপ্তি পেতো প্রাণ, শান্তি পেতো ছায়া।

 

মায়ের রান্নায় ছিলো যে রহমত,

স্নেহে মাখা, দোয়ায় স্নিগ্ধতা শত।

আজ সে দিনের কথা, শুধু মনে বাজে,

মায়ের হাতের খাবার—জান্নাতি সাজে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park