অনলাইন জুয়ায় আসক্ত
এস,এম,জাহিদুল ইসলাম
অনলাইন জুয়া এক অন্ধকার জগৎ
এখানে স্বপ্নগুলো ভেঙে যায়,
ছোট থেকে বড় অনেকে আজ
আসক্ত অনলাইন জুয়া খেলায়।
অবৈধ ভাবে টাকা ইনকাম করে
নবীন প্রজন্ম হয়ে যাচ্ছে শেষ,
আইপিএল,বিপিএল,পিপিএল খেলাতে
জুয়ার নেশায় আজ ধ্বংস হচ্ছে দেশ।
আর ওয়ান এক্স বেট, গ্লোরি ক্যাসিনো
খেলতে গিয়ে সর্বস্ব হারান,
লোভের ফাঁদে পা দিয়ে বাড়ি, গাড়ি বিক্রি করে
জীবনের হিসাব করতে পারেননি সমাধান।
যারা জুয়া খেলে যারা প্রমোট করে
আসুন সবাই তাদের বিরুদ্ধে দাঁড়াই,
সন্তানের ভবিষ্যৎতের কথা চিন্তা করে
এই মরণ নেশা বন্ধ করাই।