1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

পালাতে চাই — রকিবুল ইসলাম

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

পালাতে চাই

রকিবুল ইসলাম।

 

পালাবার পথ যে খোলা নাই,

তুমিহীনা আমি কোন পথে যাই?

ঠিকানা তো মোর জানা নাই,

তাইতো মন আজ “পালাতে চাই।”

 

সুখের সন্ধানে ছুটলাম আমি হায়!

সুখ আজ কোথাও আর নাই।

কষ্টের জীবন শেষ না হয়,

তাইতো মন আজ “পালাতে চাই।”

 

পড়েছিলাম শুধু মিছে ভবের মায়ায়,

সে-ই শেখালো নির্মমতা কারে কয়!

ভালবাসা এখন শুধু মন্দবাসা হয়,

তাইতো মন আজ “পালাতে চাই।”

 

তৃপ্তি’রা বিলীন হল অতৃপ্ত বাসনায়,

দিনগুলো মোর গেল আশায় আশায়।

আশার পাখিরা বেদনার বালুচরে লুকায়,

তাইতো মন আজ “পালাতে চাই।”

 

ব্যাকুল চিত্ত সদা ছিল প্রতিক্ষায়,

এই বুঝি এলে মোর আঙ্গিণায়।

এলেনা তুমি আর হয়ে আমায়,

তাইতো মন আজ”পালাতে চাই।”

 

দিন আজ শুধু কাঁটে ভরসায়,

আলো বুঝি এলো মোর ধরায়।

সুখে না হলেও আছ যাতনায়,

তাইতো মন আজ “পালাতে চাই।”

 

তুমি বিনা আমি বড় অসহায়,

জীবনে কে আর হবে সহায়!

তৃষ্ণা মিটাবে কে প্রখর খরায়?

তাইতো মন আজ পালাতে চাই।

 

অসুখ যে আজ সুখের অন্তরায়,

পেলাম না প্রতিষেধক প্রচন্ড জরায়।

সুখ যে হেথা আর নাই,

তাইতো মন আজ “পালাতে চাই।”

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park