মেয়েটির নাম ছিল আবিদা সুলতানা। তার বাবা ছিলেন একজন চাকরিজীবী। তার মা ছিলেন গৃহিণী। আবিদার বয়স ছিল মাত্র ৬ বছর। তার মনে ছিল অনেক কষ্ট। তার একটা ছোট ভাই ছিল। পরিবারের সবার গায়ের রঙ ছিল ফর্সা। আর আবিদার গায়ের রঙ ছিল কালো। তাই তার মনে ছিল অনেক লুকানো কষ্ট। তার মা যখন তাকে রাগ করত তখন সে বলত আমি কালো বলে তোমরা আমায় রাগ কর,আমায় ভালোবাসো না।ভাইয়া ফর্সা তাই ওকে তোমরা সবাই বেশি ভালোবাসো।তার মা তাকে বলত না মা তুমি দুষ্টুমি করো তাই তোমাকে রাগ করি।কে বলেছে তুমি কালো তুমি তো জগতের আলো।তবুও তার মনে ছিল কষ্টের ভাজ।একদা আবিদা তার নানার বাড়িতে বেড়াতে যায়।
তখন সে তার নানাকে প্রশ্ন করে নানা তুমি ফর্সা,মা ফর্সা, বাবা ফর্সা,ভাইয়া ফর্সা তাহলে আমি কেন কালো?? তার এ প্রশ্ন শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে তার নানার চোখে পানি চলে আসে।তখন তার নানা বলে না তুমি তো অনেক সুন্দর কালো হয়েছো তো কি হয়ছে।আল্লাহ তোমার মনের আশা পূরন করবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।