গোলাম কিবরিয়া ফারাজ
শিশু-কিশোর (১০–১৯ বছর) বয়সে শরীর ও মন বিষয়ে প্রচুর পরিবর্তন ঘটে। তবে আমাদের পাঠ্য ও সমাজে যৌনতা একটি ট্যাবু বিষয় হিসেবে থেকে যাচ্ছে, যার ফলে সঠিক শিক্ষা না পেয়ে তাঁরা বিকৃত যৌনচিন্তা, অনিয়ন্ত্রিত রোমান্স, নিরাপদ যৌন আচরণ ও সম্মতি সম্পর্কে অজ্ঞ থাকে।
১. সার্বিক যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা
শ্রেণিকক্ষে শরীর, গর্ভধারণ, সংক্রমণ, বিবিধ যৌনতা ও সম্মতির উপর ভিত্তি করে প্রমাণভিত্তিক শিক্ষা চালু করা প্রয়োজন
২. শিক্ষক ও অভিভাবকদের প্রশিক্ষণ
শিক্ষক ও অভিভাবকরা যদি সঠিকভাবে প্রস্তুত হন, তবে তারা যৌনতা নিয়ে খোলামেলা আলোচনা করতে পারবে এবং শিক্ষার্থীদের বাধাহীন তথ্য পেতে সহায়তা করবে ।
৩. সমাজ ও বন্ধু-পরিবেশে সচেতনতা সৃষ্টি
স্কুল ও কমিউনিটিতে নাটক, সেমিনার ও পিয়ার গ্রুপের মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দেওয়া উচিত; এতে কিশোর-কিশোরীরা নিরাপদ পরিবেশে জানার সুযোগ পাবে
এভাবে CSE চালু হলে কিশোর-কিশোরীরা বিকৃত যৌনচিন্তা থেকে বাঁচতে পারবে, সচেতন সিদ্ধান্ত নেবে এবং নিজেদের স্বাস্থ্য ও সুরক্ষা সম্পর্কে সচেতন হবে।