রাজেল আহমেদ, চুনারুঘাট প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের দেউলগাঁও গ্রামের নাঈম নামের এক কিশোরের বিরুদ্ধে ইভটিজিং ও কিশোর গ্যাং সদস্য হওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি এসএসসি পরীক্ষা দেওয়া নাঈমের বাবার নাম রশিদ।
স্থানীয় সূত্রে জানা যায়, নাঈম দীর্ঘদিন ধরে এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ করে আসছে এবং একটি কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য হিসেবে চিহ্নিত। কয়েকদিন আগে সে চাটপাড়া আইডিয়াল একাডেমির সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয় থেকে ফেরার পথে উত্ত্যক্ত করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
ভুক্তভোগী ছাত্রীর পরিবার ও স্থানীয়রা নাঈমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা অভিযোগ করেন, নাঈমের কারণে এলাকায় কিশোরদের মধ্যে অপরাধপ্রবণতা বাড়ছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন নাগরিকরা। চুনারুঘাট থানার এক কর্মকর্তা জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।