1. admin@ichchashakti.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

লেখক পরিচিতিঃ আর. এম. কারিমুল্লাহ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৬৯ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

আর. এম. কারিমুল্লাহ

জন্ম: (০১ অক্টোবর ২০০৭ সালে)

 

বংশ পরিচয়:-

বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার অন্তর্গত হরিশচন্দ্র পুর ( ii ) ন্ং ব্লকের আলমগঞ্জ গ্রামে এক মুসলিম পরিবারে, মহা: ইউনুস বংশে জন্মগ্রহণ করেন। পিতা- আবু তালাহা, মাতা – নারিজা বিবি ।

 

শিখালাভ ও কর্ম জীবন: কবির পঠন পাঠন এক অজপাড়া গ্রামেই শুরু হয়। (আলম গঞ্জ আল-হিলাল একাডেমি কেজি স্কুলে)

দীর্ঘ চার বছর পর চতুর্থ শ্রেণী পাস করে, এরপর এইচ.আর. ট্যালেন্ট কেয়ার ইনস্টিটিউট মিশনে ভর্তি হয় পঞ্চম শ্রেণীতে এবং সেখানেই মাধ্যমিক পাস করে। তারপর দুই বছর পড়ার পরে সামসি কলেজে পঠন পাঠানের সম্পুর্ণ ভাবে ব্যবস্থা চালিয়ে যাই। তিনি ছোট্ট বেলা থেকে মেধাবী ছিলেন, তাই  তার এক শিক্ষক তার সন্মন্ধে বলেছেন” কারিমুল্লাহ এর মত ছাত্র যদি আর একটি ছেলে থাকতো তাহলে দেশে অবনতির বদলে উন্নতি হত, কারিমুল্লাহ ভবিষ্যতে আমাদের দেশকে সু- প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ

তার শিক্ষকের উক্তিটি আজ বাস্তবে রূপান্ত্রিত হচ্ছে আলহামদুলিল্লাহ।

বর্তমানে তিনি দেশ রক্ষা করার জন্য কাজ করছেন।

আর তিনি সম্পদনা করছেন  ‘দৈনিক সত্যের প্রকাশ ‘ নামে একটি পত্রিকা।

 

 

গল্প, কবিতা:- বিশিষ্ট লেখকের তালিকায় আজ তিনিও রয়েছে। ক্লাস নবম শ্রেণীতে থাকাকালীন তিনার লেখা লেখির যাত্রা শুরু হয় যার মধ্যে রয়েছে ছড়া, কবিতা, নাটক, উপন্যাস, ইসলামিক গজল, দেশের গান, রাজনৈতিক, সামাজিক, চারিত্রিক, খোদাভিরু, প্রভীতি ধরণের লেখা।

প্রথম কবিতা ‘পরিচয়’ যা “চন্দ্রাকথা সাহিত্য পাতায় প্রকাশিত হয়, প্রথম গল্প- পরাজয় যা’ দৈনিক সাহিত্য বুশরা ম্যাগাজিনে প্রকাশিত হয়, প্রথম উপন্যাস- জয় ও পরাজয়। তিনি খুবই বন্ধু প্রেমিক, বন্ধুর জন্য পাগল, তাই এটা বিবেচনা করে ‘বন্ধু প্রেমিক কবি” উপাধিতে ভূষিত করেছেন প্রখ্যাত সাহিত্য প্রেমী রা।

 

 

বিভিন্ন পুরুস্কারে ভূষিত হয়েছেন তিনি। এই কবি প্রত্যেক পাঠকের কাছে চিরস্মরণীয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park