ইচ্ছাশক্তি আইডি নং 0020220096
আমি না চাইতেই অনেক পেয়েছি , বরং চেয়ে পাই নি ! আমি বড্ড লোভী, না চাইতেও এত পেয়ে আবার চেয়েছি ! কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু । আর পাপ ছাড়ে না বাপ কে , তাই আমার এই দুর্দশা , এ ভাগ্য মূলত আমার হাতেই লেখা !
আমি চাইলাম না দুঃখকে, তবু পাইলাম চিরসঙ্গী রূপে । দুঃখ মেটাতে তাঁকে শান্তিরূপে চেয়ে যে অন্যায় করেছি তার ক্ষমা আজও হয়নি – হবে না জানি । বুঝলাম , যা পাওয়া হয় তাই নিয়ে খুশি থাকতে শিখতে হয় , নাহলে ভাগ্য সয় না ।
তবে , কে যেন কানে কু মন্ত্রণা দিয়েছিল , যে চেষ্টা করে ভাগ্য পরিবর্তন করতে হয় , চেষ্টা করলে সব হয় , চাঁদে ঘর হয় ! আমি চেষ্টা করলাম , নিজের ভাগ্য বদলালাম । দুঃখ একাকী ছিলো , তার সঙ্গী লাঞ্ছনা , অপমান , গুরুত্বহীনতাকে নিয়ে আসলাম । মেনে নিলাম চেষ্টায় ভাগ্য পরিবর্তন হয় !
তারপর বুঝলাম , দুঃখকে ভাগ করার জন্য মানুষ সময় আবিষ্কার করেছে । আমি তরহুরয় সমগ্র সময়কে শুন্য সূচক দিয়ে ভাগ করে বসলাম , ফলস্রুতি, দুঃখ আজন্মক আমার কপালে গেঁথে গেল । এ কেবল আমারই ভুল ।
সব ভুলের স্রষ্ট্রা আমি ,
তোমাকে চেয়েছে, সে ও আমি ,
নিজেকে মেরেছে , সে ও আমি ,
যে ভালবেসেছে , সে ও আমি ।
তুমি বাগানের সাদা গোলাপ,
যারে হারিয়ে করি বিলাপ ।
তুমি যেন সন্ধামালতী,
আমার মনের একমাত্র বাতি!
তুমি আমার খুব আপন ,
হারানো এক প্রিয়জন !
খুঁজি যাকে জীবন উপন্যাসে,
তবে মেলে নি ফেলে আসা পৃষ্ঠার পরে !
তুমিই সেই জন,
যাকে খোঁজে মন অকারণ !
তুমি যেন মনের তুষার,
যার অভাবে পুড়ছে হৃদয়, প্রচন্ড অগ্নুৎপাত!
তুমি আমার আপন , আমার নও,
মায়াবী রূপে আমায় ফাসাও ,
তুমিই দুর্গা, তুমিই কালী ,
তোমার তরেই আমার নরবলি!
আবার তুমিই মনের স্বরস্বতি রূপে প্রেম চিনিয়েছ , দুর্গা রূপে মোহর অসুর বধ করেছো ! তুমিই মনের কারবালায় জয়নাব বিনতে আলী (রা.) হয়ে হাল ধরেছ , তুমিই গড়েছ, তুমিই ভেঙেছো!