ইয়াকুব মিয়া, কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সিরাজনগর ওয়াকফ চা বাগানে মাত্র ৫ দিন চাকরি করে নিয়মবহির্ভূতভাবে কর্মস্থল ত্যাগ করেছেন মোঃ হেলাল উদ্দিন নামে এক ব্যক্তি। এতে বাগানের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাগান কর্তৃপক্ষ জানায়, হেলাল উদ্দিনকে চা বাগানের প্রশাসনিক কার্যক্রমে সহায়তার জন্য সাময়িকভাবে ফেক্টরী ক্লার্ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে দায়িত্ব নেওয়ার পাঁচ দিনের মাথায় তিনি কর্মস্থলে অনুপস্থিত হন এবং কোনো পূর্ব ঘোষণা ছাড়াই চাকরি ত্যাগ করেন।
জানা গেছে, এর আগেও হেলাল উদ্দিন বড়লেখার সাবাজপুর চা বাগানে ফ্যাক্টরি ক্লার্ক হিসেবে ১৫ দিনের জন্য কর্মরত ছিলেন। সেখানেও তিনি দায়িত্বে অবহেলা করে কোনো আনুষ্ঠানিক অব্যাহতি না দিয়েই পালিয়ে যান।
বাগান সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, “চা বাগানের মতো নিয়ম-শৃঙ্খলা ভিত্তিক প্রতিষ্ঠানে এমন আচরণ চরম দায়িত্বহীনতা। এতে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয় এবং বাগানের সার্বিক উৎপাদন ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব পড়ে।”
এ বিষয়ে হেলাল উদ্দিনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বাগান কর্তৃপক্ষ এমন অনৈতিক ও দায়িত্বহীন আচরণের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।