প্রতিনিধিঃ মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকীঃ
অদ্য ১২ মে২০২৫ খ্রিঃ সোমবার তেকানি চুকাইনগর অমিরউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা শীর্ষক কমর্শাল অনুষ্ঠিত হয়েছে।
মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপত্তা পরিস্থিতি বিষয়ক কমর্শালাটি উদ্ধোধন করেন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন । কমর্শালায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন অত্র স্কুলের শিক্ষক সারথি রানী, জয়ন্ত কুমার,আমিরুল ইসলাম, জুলফিকার আলী সহ অত্র স্কুলের শিক্ষক গন এবং এসএমসি সদস্য জামিরুল ইসলাম এবং মধুপুর ইউনিয়ন সিএসও সভা প্রধান উম্মে হাবিবা , সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন , গ্রাম সিএসও সভাপ্রধান গিনি বেগম, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ ,অভিভাবক আন্জুয়ারা , শিক্ষার্থী ফোরাম সদস্য আমির হোসেন, পাপরিন প্রান্তী ।
আলোচনায় যৌন হয়রানী প্রতিরোধে কমিটি তৈরী, যৌন হয়রানি ঝুঁকি পূর্ণ স্থান গুলো ম্যাপের মাধ্যমে চিহ্নিত করে সেখানে অভিভাবকদের সম্পৃক্ত করে এবং এলাকায় স্কুল শিক্ষাথী যাওয়া আসার উক্ত স্থান গুলোতে কোন ছেলে আড্ডা দিতে না পারে। সে বিষয়ে মাইকিং করে প্রচারণার পদক্ষেপ গ্রহন করা হয়েছে । স্কুলের শিক্ষাথীরা তাদের সমস্যা গুলি লিখিত ভাবে জানানোর জন্য একটি অভিযোগ বক্স স্থাপন।প্যাড ব্যাংক স্থাপন সহ যৌথ কর্ম পরিকল্পনা যে সকল বিষয়ে আলোচনা হয়েছে সে সকল বিষয় সময়সীমার মধ্যে নিশ্চিত করতে সহকারী শিক্ষকগন (মেন্টর শিক্ষক) ও স্কুলের শিক্ষক গন এবং ম্যানেজিং কমিটি, স্টুডেন্ট ফোরাম সদস্যগন, সিএসও সদস্য গন ব্যবস্থা গ্রহন করেছেন।পরিশেষে যৌন হয়রানী বন্ধে যৌথ পরিকল্পনা করা হয়। হোপ প্রকল্পের প্রকল্পের এরিয়া কো অডিনেটর তাইবাতুন নেহার প্রীতি উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।পল্লীশ্রী সংস্থা ও হোপ প্রকল্প সম্পর্কে তথ্য বহুল আলোচনা করেন ফিল্ড ফেসিলিটেটর মো দেলোয়ার হোসেন সিদ্দিকী।
আয়োজনেঃ পল্লীশ্রী হোপ প্রকল্প বগুড়া। আর্থিকঃ সহযোগিতায়ঃ বিএমজেড এবং নেটজ্ বাংলাদেশ।