1. admin@ichchashakti.com : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের লেখিকা নিপা’র কিছু কবিতাংশ “স্বপ্নের ছোঁয়া সাহিত্য পুরস্কার-২০২৫” এ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো ‘চা জগত’ – বই  সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবার আয়োজিত সাহিত্য আড্ডা ও সাফারি পার্ক ভ্রমণ ২০২৫ ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের অনুষ্ঠান রৌমার, কুড়িগ্রাম -এর নবীন লেখিকা নিপা’র দুইটি কবিতা অর্ধ নারীশ্বর —– প্রীতম ভট্টাচার্য শেষ যাত্রা —- প্রীতম ভট্টাচার্য অর্পিতা সাহিত্য লাইব্রেরী-এ.এস.এল এর প্রাথমিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন যাঁরা… ক্যান্সারে আক্রান্ত মাও. এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়ালো আল ইরশাদ ফাউন্ডেশন –

পেছালেও বাতিল হবে না বাংলাদেশ সিরিজ

  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৭০ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

প্রতিনিধিঃ আকাশ দাশ সৈকত

 

ভারত-পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতির কারণে আসন্ন বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিলের গুঞ্জন উঠলেও বিষয়টি উড়িয়ে পিসিবির আন্তর্জাতিক বিভাগের পরিচালক উসমান ওয়াহলা জানিয়েছেন সিরিজ পিছিয়ে যেতে পারে তবে বাতিল হবে না।

 

ভারত-পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরস্থিতির কারণে স্থগিত করা হয়েছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট গুলোর অন্যতম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং পাকিস্তান সুপায লিগ (পিএসএল)। যেখানে পিসিএল খেলতে এতোদিন পাকিস্তানে ছিলেন দুই বাংলাদেশি তারকা ক্রিকেটার রিশাদ হোসেন এবং নাহিদ রানা। তবে পিএসএল স্থগিত হওয়ার কারণে আজ দেশে ফিরে এসেছে এই দুই ক্রিকেটার। ফলে এইবার নতুন করে শঙ্কা জেগেছে আগামী ২৫শে মে থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাবে কিনা! এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এখনো কোন ঘোষণা না দিলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আন্তর্জাতিক বিভাগের পরিচালক উসমান ওয়াহলা জানান সিরিজ বন্ধ বা বাতিল করার এখনো সময় আসেনি হয়তো কয়েকদিন পিছিয়ে যেতে পারে তবে বাতিলের সম্ভবনা নেই।

 

পিসিবির এই কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘সিরিজের এখনও প্রায় দুই সপ্তাহ বাকি। তাই আমরা এখনই কোনো শঙ্কার কিছু দেখছি না। এখনও এমন কোনো পরিস্থিতি হয়নি যাতে তা বন্ধ করতে হয়। আমরা বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে আশাবাদী এবং নিয়মিত বোর্ড টু বোর্ড যোগাযোগ হচ্ছে।’

 

উল্লেখ্য সিরিজের প্রথমে দুই দলের তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার কথা থাকলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দুই বোর্ডের সম্মতিতে সেই সিরিজ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টিতে নিয়ে আসে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park